শুরু হলো ‘লিছুন’
2024-02-05 20:20:17

ফেব্রুয়ারি ৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনে শুরু হয়েছে ‘লিছুন’ বা ‘বসন্ত’। ‍ুলিছুন শব্দটির অর্থ বসন্তের সূচনা। চীনে বছরকে ২৪টি সৌরপর্বে  ভাগ করা হয়। এরমধ্যে প্রথম সৌরপর্ব হলো লিছুন। এবছর ৪ ফেব্রুয়ারি শুরু হয়েছে লিছুন।

ঐতিহ্যবাহী রীতি রেওয়াজ পালনের মধ্য দিয়ে এদিন শুরু হয় বসন্তের কৃষিকাজ। চীনের বিভিন্ন কৃষিক্ষেত্রে শুরু হয়েছে বসন্তকালীন কৃষিকাজ। এই সময় টমেটো তোলা, তৈলবীজ র‌্যাপসিডের চাষ, শাকসবজি তোলা, ফসল বোনার জন্য মাটির চষার কাজ চলছে বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে।

শান্তা/ রহমান