ঢাকায় হবে চীনের বাণিজ্যিক ব্যাংকের শাখা
2024-02-04 20:13:46

ঢাকা, ফেব্রুয়ারি ৪: বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও গতিশীল করতে এ বছররই ঢাকায় চীনা বাণিজ্যিক ব্যাংকের শাখা প্রতিষ্ঠা করতে চায় চীন।

আজ (রোববার) ঢাকায় এক অনুষ্ঠানে এমন পরিকল্পনার কথা জানান চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর এবং ডেপুটি চিফ অব মিশন ইয়ান হুয়ালং।

সাংবাদিকদের মধ্যে পুরস্কার বিতরণে বাংলাদেশ-চায়না চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-বিসিসিআই এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ আয়েজিত ওই অনুষ্ঠানে তিনি আরও জানান, আগামী মার্চ-এপ্রিলের মধ্যেই ঢাকায় চীনা দূতাবাসের আরেকটি নতুন ভিসা সেন্টার চালু হবে।

তিনি জানান, চলতি বছরেই ঢাকা ও বেইজিংয়ের মধ্যে সরাসরি বিমান ফ্লাইট চালু করা হবে।

বর্তমানে ঢাকা থেকে চীনের কয়েকটি শহরে সরাসরি ফ্লাইট থাকলেও দুই রাজধানী শহরের মধ্যে কোনও সরাসরি ফ্লাইট নেই।

অনুষ্ঠানে ইয়ান হুয়ালং বলেন, বাংলাদেশ অর্থনীতি এখন দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় এবং সারা বিশ্বের মধ্যে ৩৩তম জায়গা দখল করে নিয়েছে।

কোভিড ও যুদ্ধ-পরবর্তী বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রেসিডেন্ট সি চিং পিংয়ের নেতৃত্বে দেশ দুটি নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনিতিক উন্নয়নের ধারা বজায় রেখেছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু দেশে মুল্যস্ফীতি নিয়ন্ত্রণে চীনের সাপ্লাই চেইনের প্রশংসা করে বলেন, মূল্যস্ফীতি আরও ভালোভাবে নিয়ন্ত্রণে চীনের কৌশল ব্যবহার করতে চায় বাংলাদেশ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম চীনসহ অন্যান্য দেশের ব্যবসায়ীদের এদেশে বিনিয়োগে আমন্ত্রণ জানান।

বিসিসিসিআই ও ইআরএফ এবার দ্বিতীয় বারের মতো ৫টি ক্যাটাগরিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৭ জন সাংবাদিককে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কৃত করেছে। - রাসেল/রহমান