চীন দেখার সুযোগ হাতছাড়া না করার আহ্বান মার্কিন শিক্ষকের
2024-02-04 20:02:22

ফেব্রুয়ারি ০৪, সিএমজি বাংলা ডেস্ক: বিনিময় ও অধ্যয়ন কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে ৫০ হাজার মার্কিন শিক্ষার্থীকে আমন্ত্রণ জানাবে চীন। এ কর্মসূচির কারণে শিক্ষার্থীরা চীন ঘুরে দেখা ও দেশটি সম্পর্কে জানার একটি নতুন ও দুর্দান্ত সুযোগ পাবেন বলে মনে করছেন মার্কিন বিশেষজ্ঞরা।

গত বুধবার চীনের সাবেক উপ-প্রধানমন্ত্রী তেং সিয়াওপিংকে সম্মানসূচক ডক্টরেট অব ল প্রদানের ৪৫তম বার্ষিকী উপলক্ষ্যে নিউইয়র্কে চীনা কনস্যুলেট জেনারেল এক অনুষ্ঠানের আয়োজন করে। নিমন্ত্রিত অতিথি হিসেবে তাতে অংশ নিয়ে ফিলাডেলফিয়ার টেম্পল ইউনিভার্সিটির সহকারী ডিন জন স্মাগুলা তার দেশের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘চীনে পড়াশোনার এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না।’

তিনি আরও বলেন, ‘আমি ১৯৯১ সালে কলেজের একজন জুনিয়র হিসেবে চীনে গিয়েছিলাম এবং ওই ভ্রমণ আমার মধ্যে বেশ পরিবর্তন এনে দিয়েছিল।’

চীনা কনসাল জেনারেল হুয়াং পিংয়ের কথার প্রতিফলন ঘটিয়ে স্মাগুলা বলেন, উভয় দেশের শিক্ষার্থীদের উচিত পূর্বসূরীদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া এবং পরস্পরের মধ্যে সংযোগ স্থাপন ও বোঝাপড়া গভীর করা। তরুণ আমেরিকানরা যেন চীনকে নিজ চোখে দেখে এমন আহ্বান জানান কনসাল জেনারেল হুয়াং পিং।

-ফয়সল/রহমান

তথ্য ও ছবি: চায়না ডেইলি