২০০তম উৎক্ষেপণের মাইলফলক ছুঁলো সিছাং লঞ্চ সেন্টার
2024-02-04 20:07:06

ফেব্রুয়ারি ০৪, সিএমজি বাংলা ডেস্ক: ২০০তম স্যাটেলাইট উৎক্ষেপণের মাইলফলক ছুঁয়েছে চীনের দক্ষিণ-পশ্চিম সিচুয়ান প্রদেশে থাকা সিছাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র।

শনিবার বেইজিং সময় সকাল সাড়ে সাতটা এখান থেকে লং মার্চ-টু-সি ক্যারিয়ার রকেটে করে ১১ জিলি-টু স্যাটেলাইটগুচ্ছ উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইটগুলো ঠিকঠাকভাবেই পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে।

১৯৭০ সালে প্রতিষ্ঠিত সিছাং উৎক্ষেপণ কেন্দ্রটি তার প্রথম মিশন পরিচালনা করে ১৯৮৪ সালে। অর্থাৎ ২০০তম মিশনে সম্পন্ন করতে কেন্দ্রটির লেগেছে ৪০ বছর।

এই সাইট থেকে ১৯৮৪ সালের ৮ এপ্রিল প্রথম একটি লং মার্চ ক্যারিয়ার রকেটে করে কক্ষপথে পাঠানো হয় তংফাংহোং-২ নামের একটি স্যাটেলাইট।

এরপর থেকেই উৎক্ষেপণ সাইটটি চীনের মহাকাশ অভিযানে ক্রমাগত অবদান রেখে চলেছে। এখান থেকেই উৎক্ষেপণ করা হয়েছিল চীনের চন্দ্রাভিযানের মহাকাশযান ছাং-ই ওয়ান এবং প্রথম বাইতু স্যাটেলাইট।

চীনে তিনটি অভ্যন্তরীণ উৎক্ষেপণ কেন্দ্র রয়েছে। উত্তর-পশ্চিম চীনে আছে সিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র, উত্তরে তাইয়ুয়ান লঞ্চ সেন্টার এবং দক্ষিণ-পশ্চিমে সিছাং লঞ্চ সেন্টার।

এ ছাড়া, দক্ষিণ চীনের হাইনান প্রদেশে সিছাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রের অধীনে আছে উপকূলীয় ওয়েনছাং মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র।

-ফয়সল/রহমান

তথ্য ও ছবি: চায়না ডেইলি।