চীনের পরিষেবা বাণিজ্যের আকার নতুন রেকর্ড সৃষ্টি করেছে
2024-02-02 20:41:49


ফেব্রুয়ারি ২: চীনের বাণিজ্য মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত তথ্যে দেখা যায়, ২০২৩ সালে চীনের পরিষেবা বাণিজ্য স্থিতিশীলভাবে উন্নত হয়েছে। যা একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে। জ্ঞানভিত্তিক পরিষেবা বাণিজ্য দ্রুতগতিতে উন্নত হচ্ছে। যা পরিষেবা বাণিজ্য উন্নয়নের নতুন চালিকাশক্তিতে পরিণত হয়েছে।


সংশ্লিষ্ট তথ্যে দেখা যায়, ২০২৩ সালে, চীনে পরিষেবা আমদানি ও রপ্তানির মোট পরিমাণ ৬৫৭৫৪৩ কোটি ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে ১০ শতাংশ বেশি। কাঠামোগত দিক থেকে দেখা যায়, এর মধ্যে জ্ঞানভিত্তিক পরিষেবা বাণিজ্য দ্রুতগতিতে উন্নত হচ্ছে। 


বর্তমানে চীনে ১১২টি বৈশিষ্ট্যময় পরিষেবা রপ্তানির ঘাঁটি রয়েছে। এতে সংস্কৃতি, ডিজিটাল সেবা, ভৌগোলিক তথ্য, বুদ্ধিবৃত্তিক সম্পদ ও ভাষা সেবাসহ মোট ৭টি খাত অন্তর্ভুক্ত হয়েছে। 


বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ওয়াং তোং থাং বলেন, চীনের পরিষেবা বাণিজ্য ডিজিটাল উন্নয়ন এবং সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়নসহ একাধিক গুরুত্বপূর্ণ সুযোগের সম্মুখীন হয়েছে। পরিষেবা খাতের উন্মুক্তকরণ, উদ্ভাবন ও উন্নয়নও দেশের উচ্চ মানের উন্মক্তকরণের জন্য নতুন প্রাণশক্তি যোগাবে বলে তিনি মনে করেন।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)