সিরিয়াকে সাহায্য হিসেবে যোগাযোগ-সরঞ্জাম দেবে চীন
2024-01-30 14:30:04

জানুয়ারি ৩০: সিরিয়াকে সাহায্য হিসেবে যোগাযোগ-সরঞ্জাম ও সংশ্লিষ্ট স্থাপনা উপহার দেবে চীন। গতকাল (সোমবার) দামেস্কে এক অনুষ্ঠানে এ তথ্য জানান সিরিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত শি হোং ওয়েই।

তিনি বলেন, যুদ্ধে ক্ষতিগ্রস্ত সিরিয়ার জনগণকে যোগাযোগ-পরিষেবা প্রদান করা এর লক্ষ্য। চীন সিরিয়াকে ২৬টি মূল যোগাযোগ সাইট নির্মাণে সাহায্য করবে এবং এতে স্থানীয় এক লাখেরও বেশি পরিবার ও ৩ লাখেরও বেশি মানুষ ভয়েস যোগাযোগ ও ইন্টারনেট পরিষেবা পাবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট  প্রকল্প সিরিয়ায় প্রায় এক হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে, সিরিয়ার ডিজিটাল অর্থনীতি উন্নয়নের জন্য প্রযুক্তিগত যোগ্য ব্যক্তি সৃষ্টি করবে, এবং সিরিয়ার অর্থনীতি পুনরুদ্ধার ও জনগণের জীবনমান উন্নয়নে সাহায্য করবে।

অনুষ্ঠানে সিরিয়ার যোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী চীনা সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ সাহায্য সিরিয়ার যোগাযোগ পরিষেবা পুনরুদ্ধার, সিরিয়া জনগণের জন্মস্থানে ফিরে যাওয়া, এবং স্থানীয় অর্থনীতি উন্নয়নের খুব গুরুত্বপূর্ণ।

(তুহিনা/আলিম/শুয়েই)