চীন বৈশ্বিক পরিষ্কার শক্তি রূপান্তরের পক্ষের শক্তি: মুখপাত্র
2024-01-26 16:46:20

জানুয়ারি ২৬: প্যারিস চুক্তির লক্ষ্য অর্জন এবং সবুজ ও টেকসই ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়ার একমাত্র উপায় হল শক্তির রূপান্তর। চীন বিশ্বের পরিচ্ছন্ন শক্তি রূপান্তরের পক্ষের শক্তি। অল্প সময়ের মধ্যে, চীন পুনর্নবীকরণযোগ্য শক্তি খাতে নেতৃত্বের আসনে বসেছে এবং কম কার্বনের পক্ষে প্রচার-প্রচারণায় ইতিবাচক অবদান রাখতে সক্ষম হয়েছে। আজ (শুক্রবার), প্রথম ‘আন্তর্জাতিক পরিষ্কার শক্তি দিবস’ উপলক্ষ্যে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, সৌরশক্তি, বায়ুশক্তি, নতুন জ্বালানিচালিত যানবাহন, এবং পারমাণবিক শক্তিসহ পরিষ্কার শক্তির ক্ষেত্রে চীনের অবদান ছিল উল্লেখযোগ্য। ২০২৩ সালের শেষ নাগাদ পর্যন্ত, চীনের পুনর্নবীকরণযোগ্য শক্তির বিদ্যুত উত্পাদন সক্ষমতা দাঁড়ায় মোট ইনস্টল ক্ষমতার অর্ধেকেরও বেশি।

তিনি আরও বলেন, গত বছর চীনের নতুন শক্তিচালিত গাড়ির উত্পাদন ও বিক্রয়ের পরিমাণ ছিল যথাক্রমে ৯.৫৮৭ ও ৯.৪৯৫ মিলিয়ন, যা ২০২২ সালের অনুরূপ সময়ের তুলনায় যথাক্রমে ৩৫.৮ ও ৩৭.৯ শতাংশ বেশি। নতুন জ্বলানিচালিত গাড়ির উত্পাদন ও বিক্রয়ের ক্ষেত্রেও বিশ্বে টানা নয় বছর শীর্ষে আছে চীন। (লিলি/আলিম)