যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত বিপজ্জনক’ পদক্ষেপ তাইওয়ান নিয়ে উত্তেজনা বাড়াচ্ছে: মার্কিন অর্থনীতিবিদ
2024-01-26 14:34:06

জানুয়ারি ২৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাইওয়ানের ওপর যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক পদক্ষেপের বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন খ্যাতনামা এক মার্কিন অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ। শান্তি ও পারস্পরিক নিরাপত্তার দিকে দৃষ্টি দিয়ে যুক্তরাষ্ট্রকে তিনি এমন এক পররাষ্ট্রনীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে উত্তেজনা আর না বাড়ে।

 

চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) সঙ্গে সম্প্রতি একটি সাক্ষাৎকারে কলম্বিয়া ইউনিভার্সিটির সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের অধ্যাপক ও পরিচালক জেফরি স্যাকস বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত বিপজ্জনক’ পদক্ষেপ চীনের তাইওয়ান নিয়ে উত্তেজনা বাড়িয়ে তুলেছে।

 

জেফরি বলেন, ‘অস্ত্র দেওয়া, বড় বড় কথা বলা আর তাইওয়ানে উড়ে যাওয়া মার্কিন কংগ্রেসম্যান এবং সিনেটরদের মধ্যে যারা জীবিকা নির্বাহের জন্য উদ্ভট সব কথা বলে চলছেন, তারা মূলত উত্তেজনার মাত্রা বাড়িয়ে তুলছেন। এটি অত্যন্ত বিপজ্জনক। কারণ তাইওয়ান বা আমেরিকার কোনো একজন রাজনীতিবিদের একটি মাত্র ভুল পদক্ষেপের কারণেই দেখা যাবে এমন কিছু ঘটেছে যা কেউ কল্পনা করতে পারেনি।’

 

সাক্ষাৎকারে এ অর্থনীতিবিদ আরও বলেন, ‘আমি মনে করি, অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং ভূ-রাজনৈতিকভাবে চীনের অগ্রগতিতে বাধা দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। কারণ চীন একটি বড় ও শক্তিশালী দেশ, একটি সুবিশাল সভ্যতা। অন্যদিকে, যুক্তরাষ্ট্র আধিপত্য বিস্তারের একটা ভান ধরে বসে আছে। এই সমস্ত কিছুর মূলে রয়েছে যুক্তরাষ্ট্রের একটি বড় উদ্বেগ। তারা মনে করে যে তাদেরকে শাসন করতে হবে, এক নম্বর হতে হবে। যে কারণে চীনের সবকিছুকেই তাদের কাছে হুমকি মনে হয়।’

 

স্যাকস পরামর্শ দিয়ে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের উচিত শান্তি, নিরাপত্তা এবং সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়া। কারণ আধিপত্যকে কেন্দ্র করে কোনো পররাষ্ট্রনীতি নিরাপত্তা এনে দিতে পারে না।’

 

স্যাকস আরও বলেন, ‘যদি পররাষ্ট্রনীতিকে ক্ষমতা প্রদর্শনের বিষয় হিসেবে সংজ্ঞায়িত করেন, তবে নিরাপত্তা আসবে না। আর যদি শান্তি, সহযোগিতা ও পারস্পরিক নিরাপত্তা দিয়ে সংজ্ঞায়িত করেন তবে আপনি নিরাপদ থাকতে পারবেন।’

 

ফয়সল/শান্তা

 

তথ্য ও ছবি: সিসিটিভি।