বিশ্বের অর্থনীতি পুনরুদ্ধারে আরো চালিকাশক্তি যোগাবে চীন: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
2024-01-23 11:12:24

জানুয়ারি ২৩: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, চীন অব্যাহতভাবে বাজারের সম্ভাবনা অন্বেষণ ও উন্মোচন করবে, বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য বিস্তৃত সুযোগ দেবে এবং বিশ্বের অর্থনৈতিক পুনরুদ্ধারে আরো বেশি চালিকাশক্তি যোগাবে। গতকাল (সোমবার) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন।

সম্প্রতি চীনে তুষার ও বরফ বেশ জনপ্রিয় হয়ে ওঠে। গত সপ্তাহে অনুষ্ঠিত বিশ্ব অর্থনীতি ফোরামে তুষার ও বরফ পর্যটন রিসোর্ট সুইজারল্যান্ড চীনা পর্যটকদের আমন্ত্রণ জানিয়েছে। এ নিয়ে মুখপাত্র বলেন, চীনা পর্যটন গবেষণা একাডেমির প্রকাশিত প্রতিবেদন থেকে দেখা যায়, ২০২৩ থেকে ২০২৪ সালের তুষার ও বরফ পর্যটন মৌসুমে, চীনে সংশ্লিষ্ট পর্যটকের সংখ্যা প্রথমবারের মত ৪০ কোটি ছাড়িয়ে যাবে এবং তুষার ও বরফ খাতে পর্যটন আয় ৫৫০ বিলিয়ন ইউয়ানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এ থেকে প্রতিফলিত হয়েছে যে চীনা পর্যটকদের ভোগ দক্ষতা ও চাহিদা বেড়েছে। যাতে চীনা অর্থনীতির শক্তিশালী প্রাণশক্তি ও চীনা অর্থনীতি উন্নয়নের আস্থা দেখা যায়। যা চীন ও বিদেশের কল্যাণমূলক সহযোগিতার নতুন সুযোগ। চীন অব্যাহতভাবে বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারে আরো বেশি চালিকাশক্তি যোগাবে।

(তুহিনা/তৌহিদ/রুবি)