সিরিয়ায় নিযুক্ত ইরানি সামরিক উপদেষ্টা সন্ত্রাসদমনে চেষ্টা করবেন
2024-01-22 11:21:46

জানুয়ারি ২২: গতকাল (রোববার) ইরানের মেহর সংবাদ সংস্থা জানায়, এদিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে সিরিয়ায় নিযুক্ত ইরানি সামরিক উপদেষ্টা সন্ত্রাসদমনে নিরলস প্রচেষ্টা চালাবেন।

 

২০ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় আব্দুল্লাহিয়ান বলেন, সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলি বাহিনীর হামালায় কমপক্ষে পাঁচজন ইরানি সামরিক উপদেষ্টা প্রাণ হারিয়েছেন, যা থেকে বোঝা যায়, ইসরাইল আঞ্চলিক নিরাপত্তার প্রধান শত্রু।

উল্লেখ্য, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে ইরানের সামরিক স্থাপনায় বহুবার বিমান হামলা চালিয়েছে ইসরাইল। তবে সিরিয়ায় ইরানের কোনো সেনাবাহিনী মোতায়েনের কথা অস্বীকার করেছে তেহরান ও দামেস্ক। শুধুমাত্র সিরীয় সরকারের আমন্ত্রণে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে ইরান।

(সুবর্ণা/তৌহিদ/লাবণ্য)