গাজা উপত্যকায় আর্থিক সমর্থন বন্ধ করার পরিকল্পনার রূপরেখা অনুমোদন করেছে ইসরায়েল
2024-01-22 15:56:17

জানুয়ারি ২২: ইসরায়েলের সরকারি প্রেস অফিস গতকাল (রবিবার) এক বিবৃতি জারি করে বলেছে, এদিন ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষ গাজায় অর্থ স্থানান্তর স্থগিত করার পরিকল্পনার রূপরেখা অনুমোদন করেছে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রীসভা। সংশ্লিষ্ট তহবিল তৃতীয় পক্ষের কাছে থাকবে।

বিবৃতিতে আরও জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও কৌশলগত বিষয়কমন্ত্রী পরিকল্পনার রূপরেখা তৈরি করেছেন, পরিকল্পনা পূর্ণ করতে নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষ গাজায় তহবিল হস্তান্তর করার বন্ধ করার পরিকল্পনায় ইসরায়েলের নির্দেশকে যুক্তরাষ্ট্র ও নরওয়ে সম্মান করেছে। ইসরায়েলের আটক তহবিল ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষকে  দেওয়া হবে না। পাশাপাশি, অর্থমন্ত্রীর অনুমোদন ছাড়া তহবিল হস্তান্তরে নিষেধ করা হয়েছে। চুক্তি লঙ্ঘন হলে ইসরায়েলি অর্থমন্ত্রী অবিলম্বে ফিলিস্তিনের তহবিলে অর্থপ্রদান বন্ধ করবেন।  

এদিন ইসরায়েলের সরকারি প্রেস অফিস নিশ্চিত করেছে যে, ইসরায়েলের আটকানো সংশ্লিষ্ট তহবিল একটি তৃতীয় পক্ষ- নরওয়েতে রাখা হবে। 

(অনুপমা/তৌহিদ)