ইরান ইসরায়েলের “অপরাধের” জবাব দেবে: রাইসি
2024-01-21 16:37:46

জানুয়ারি ২১: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গতকাল (শনিবার) সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা করেন। ইরান ইসরায়েলের “সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডের” পাল্টা জবাব দেবে ও নিশ্চুপ বসে থাকবে না বলেও তিনি প্রতিশ্রুতি দেন। শনিবার ইরানের ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি এ তথ্য জানায়।

রাইসি বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আধিপত্যবাদী দেশগুলো এই অপরাধের সাথে জড়িত। এরা ইসরায়েলকে সমর্থন করে চলেছে। সর্বশেষ আক্রমণের সময় ইসরায়েল সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে এবং মানবাধিকার ও আন্তর্জাতিক আইনকে পদদলিত করেছে।

এর আগে ইরানের মাহর নিউজ এজেন্সি জানায়, শনিবার দামেস্কে ইসরায়েলের হামলায় চার জন সিনিয়র ইরানি সামরিক উপদেষ্টা নিহত হন। (লিলি/আলিম)