ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আস্থা পুনরুদ্ধারের আহ্বান
2024-01-20 16:18:34

জানুয়ারি ২০: পাঁচ দিনব্যাপী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ২০২৪ সালের সভা গতকাল (শুক্রবার) সুইজারল্যান্ডের দাভোসে শেষ হয়েছে। সভায় অংশগ্রহণকারীরা বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক আস্থা পুনরুদ্ধারের এবং একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রধান বোর্গে ব্রেন্দে সমাপনী অনুষ্ঠানে বলেন, বিশ্ব একের পর এক জটিল ও কঠোর চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। জলবায়ুর পরিবর্তন, অপর্যাপ্ত অর্থনৈতিক স্থিতিস্থাপকতা, এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতিসহ নানান সমস্যা সকলের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এসব সমস্যা একা একা সমাধান করা সম্ভব হবে না; এক্ষেত্রে সহযোগিতা জরুরি।

তিনি আরও বলেন, এবারের বার্ষিক সভায় জলবায়ুর পরিবর্তন, লিঙ্গ সমতা, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ, জ্বালানির পরিবর্তনসহ নানান দিকে আলোচনায় অগ্রগতি হয়েছে। ক্রমবর্ধমান বিভাজন ও মেরুকরণের প্রেক্ষাপটে, এই বার্ষিক সভা সংলাপ, সহযোগিতা, ও কর্মমুখী অংশীদারিত্বের প্রচারে অবদান রেখেছে।

উল্লেখ্য, এবারের বার্ষিক সভা ১৫ জানুয়ারি দাভোসে উদ্বোধন হয় এবং এর থিম ছিল “আস্থা পুনরুদ্ধার”। সভা চলাকালে ৪৫০টিরও বেশি অধিবেশন ও সেমিনারের আয়োজন করা হয়। (লিলি/আলিম)