জানুয়ারি ১৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং শুক্রবার ঘোষণা করেন যে, চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের আমন্ত্রণে অ্যান্টিগুয়া এন্ড বারবুডার প্রধানমন্ত্রী জাস্টন ব্রাউন ২২ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত চীন সফর করবেন।
মাও নিং বলেন, প্রধানমন্ত্রী ব্রাউনকে ২০১৪ সালের পর আবারও চীন সফরে স্বাগত জানায় চীন। সফরকালে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী ব্রাউন। প্রধানমন্ত্রী লি ছিয়াং তাকে স্বাগত জানাবেন, তার সঙ্গে আলোচনা করবেন এবং যৌথভাবে সহযোগিতা নথি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন। উভয়পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অভিন্ন উদ্বেগের বিষয়ে গভীর মতবিনিময় করবে। দু’পক্ষ চীন-অ্যান্টিগুয়া এন্ড বারবুডার ভবিষ্যত সম্পর্ক উন্নয়নে যৌথ পরিকল্পনা গ্রহণ করবে। প্রধানমন্ত্রী ব্রাউন বেইজিং ছাড়াও চ্যচিয়াং ও শাংহাই সফর করবেন।
(ইয়াং/তৌহিদ/ছাই)