আইরিশ প্রেসিডেন্টের সঙ্গে লি ছিয়াংয়ের বৈঠক
2024-01-18 16:46:30

জানুয়ারি ১৮: চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং গতকাল (বুধবার) ডাবলিনে আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ড্যানিয়েল হিগিন্সের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

চলতি বছর চীন ও আয়ারল্যান্ড কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী – একথা উল্লেখ করে লি ছিয়াং বলেন, চীন আয়ারল্যান্ডের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে দুদেশের শীর্ষনেতাদের মতৈক্য বাস্তবায়ন করতে চায়, রাজনৈতিক আস্থা ও বোঝাপড়া বাড়াতে চায় এবং বিভিন্ন খাতের সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক কল্যাণমূলক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও উন্নত করতে চায়।

তিনি বলেন, চীন ও আয়ারল্যান্ডের মধ্যে কল্যাণমূলক সহযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে। চীন আয়ারল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, সবুজ উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করতে চায় এবং শিক্ষা ও সাংস্কৃতিক আদান-প্রদান জোরদার করতে চায় বলেও উল্লেখ করেন তিনি।

লি ছিয়াং আরও বলেন, দুপক্ষের উচিত যৌথভাবে উন্মুক্ত ও অবাধ আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থা রক্ষা করা, আন্তর্জাতিক শিল্প সরবরাহ চেইনের স্থিতিশীলতা বজায় রাখা, সত্যিকারের বহুপক্ষবাদ চর্চা করা এবং বিশৃঙ্খল ও অস্থির বিশ্বে স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি যোগানো।

হিগিন্স বলেন, আয়ারল্যান্ড ও চীন সবসময় একে অপরকে বোঝে ও সম্মান করে, যার ফলে দুদেশের সম্পর্ক অব্যাহত শক্তিশালী হচ্ছে।

আয়ারল্যান্ড চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ ও কল্যাণমূলক সহযোগিতা জোরদার করতে চায়, একসঙ্গে জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, টেকসই উন্নয়ন ইত্যাদি চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায় এবং দ্বিপাক্ষিক সম্পর্কের গভীর উন্নয়ন এগিয়ে নিতে চায় বলেও উল্লেখ করেন তিনি।

(তুহিনা/রহমান/মুক্তা)