তাইওয়ান ইস্যুতে কেউ কোনো উস্কানি দিলে চীন পাল্টা দৃঢ় প্রতিরোধ করবে: চীনা মুখপাত্র
2024-01-18 18:21:12

জানুয়ারি ১৮: বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং ফিলিপিন্সের কর্মকর্তার বক্তব্যের প্রতিক্রিয়ায় উল্লেখ করেছেন যে, এক-চীন নীতি একটি লাল সীমারেখা এবং শেষ লাইন। তাইওয়ান ইস্যুতে চীন কখনোই কারো উস্কানি মেনে নেবে না এবং পাল্টা দৃঢ় প্রতিরোধ করবে।

      রিপোর্ট অনুযায়ী, ফিলিপিন্সের প্রেসিডেন্টের তাইওয়ান-সম্পর্কিত মন্তব্যে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্যের প্রতিক্রিয়ায়, ফিলিপিন্সের প্রতিরক্ষা সচিব প্রতিক্রিয়া জানান যে, চীনের প্রাসঙ্গিক বিবৃতি "প্রেসিডেন্ট ও ফিলিপিন্সের অপমান"। মাও নিং এ বিষয়ে বলেন, তাইওয়ান ইস্যুটি চীনের মূল স্বার্থের কেন্দ্র এবং ১.৪ বিলিয়ন চীনা মানুষের আবেগের সঙ্গে জড়িত। ফিলিপিন্সের মন্তব্যটি এক-চীন নীতি এবং দু’দেশের বিবৃতির গুরুতর লঙ্ঘন। চীন ও ফিলিপিন্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং চীনের প্রতি ফিলিপিন্সের রাজনৈতিক প্রতিশ্রুতি গুরুতরভাবে লঙ্ঘন করেছে। এটি চীনের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ। চীনের পক্ষে নিজের আন্তরিক অবস্থান প্রকাশ করা সম্পূর্ণ বৈধ ও গুরুত্বপূর্ণ। ফিলিপিন্স দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ইস্তাহারের চেতনা আন্তরিকভাবে মেনে চলবে, এক-চীন নীতি মেনে চলবে এবং তাইওয়ান-সম্পর্কিত ইস্যুতে ভুল কথা ও কাজ করা বন্ধ করবে বলে আশা করে চীন।

(ইয়াং/তৌহিদ/ছাই)