২০২৩ সালে চীনের বিদ্যুৎ খরচ বছরে ৬.৭ শতাংশ বেড়েছে
2024-01-18 19:02:04

জানুয়ারি ১৮: ২০২৩ সালে গোটা চীনে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ছিল ৯২২৪.১ বিলিয়ন কিলোওয়াট-ঘন্টা। যা বছরে ৬.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নির্ধারিত আকারের উপরে শিল্প খাতে বিদ্যুতের ব্যবহার ছিল ৮৯৯০.৯১ বিলিয়ন কিলোওয়াট-ঘন্টা।

এর মধ্যে ‘প্রথম শিল্পে’ বিদ্যুতের খরচ ছিল ১২৭.৮ বিলিয়ন কিলোওয়াট-ঘন্টা, যা বছরে ১১.৫ শতাংশ বেশি। ‘দ্বিতীয় শিল্পে’ বিদ্যুত্ খরচ ছিল ৬০৭৪.৫ বিলিয়ন কিলোওয়াট-ঘন্টা, যা বছরে ৬.৫ শতাংশ বেশি। ‘তৃতীয় শিল্পে’ বিদ্যুতের খরচ ছিল ১৬৬৯.৪ বিলিয়ন কিলোওয়াট-ঘন্টা, যা বছরে ১২.২ শতাংশ বেশি হয়েছে। পাশাপাশি, শহুরে ও গ্রামীণ বাসিন্দাদের গার্হস্থ্য বিদ্যুৎ খরচ ছিল ১৩৫২.৪ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা; যা বছরে ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

(ছাই/তৌহিদ)