আগামী দুই বছরে তেলের চাহিদা বৃদ্ধি পাবে ওপেক
2024-01-18 19:02:51

জানুয়ারি ১৮: গতকাল (বুধবার) পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির আন্তঃসরকারি সংস্থা- ওপেকের প্রকাশিত মাসিক তেল বাজার প্রতিবেদনে বলা হয়, এ বছর ২০২৩ সালের তুলনায় বিশ্বে গড় দৈনিক তেলের চাহিদা ২.২৫ মিলিয়ন ব্যারেল বৃদ্ধি পেয়ে ১০৪ মিলিয়ন ব্যারেল হবে।

পাশাপাশি, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে বিশ্বব্যাপী গড় দৈনিক তেলের চাহিদা ১.৮৫ মিলিয়ন ব্যারেল বেড়ে হবে ১০৬ মিলিয়ন ব্যারেল।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালে বিশ্বব্যাপী তেলের চাহিদা বৃদ্ধি প্রধানত চীন ও ভারতের মতো নন-ওইসিডি দেশগুলোতে দেখা দেবে। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে নন-ওইসিডি দেশগুলোতে গড় দৈনিক তেলের চাহিদা ১.৭৪ মিলিয়ন ব্যারেল বৃদ্ধি পাবে।

(ছাই/তৌহিদ)