সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে লি ছিয়াংয়ের বৈঠক
2024-01-16 14:35:12

জানুয়ারি ১৬: চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং গতকাল (সোমবার) সুইজারল্যান্ডের রাজধানী বার্নে সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট ভায়োলা আমহার্ডের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।  

বৈঠকে লি ছিয়াং বলেন, চীন সুইজারল্যান্ডের সাথে দু’দেশের শীর্ষনেতাদের মতৈক্য বাস্তবায়ন করতে চায়; পারস্পরিক রাজনৈতিক আস্থা সুসংহত করতে চায়; সমান, উদ্ভাবনমুখী, ও কল্যাণকর সহযোগিতার ধারণায়, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করতে চায়; এবং পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা থেকে আরও বেশি সাফল্য অর্জন করতে চায়।

লি ছিয়াং আরও বলেন, চীন সুইজারল্যান্ডের সাথে উচ্চ পর্যায়ের যোগাযোগ বজায় রাখতে এবং প্রয়োজনীয় বিভিন্ন পর্যায় ও ক্ষেত্রে যোগাযোগ পুনরায় শুরু করতে আগ্রহী। দু’পক্ষের উচিত অবাধ বাণিজ্য, শুল্ক, ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা এবং সবুজ, অর্থ, ডিজিটাল অর্থনীতি, ইত্যাদি ক্ষেত্রে নতুন প্রবৃদ্ধির ক্ষেত্র উন্নয়ন করা। এতে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার মান বাড়বে।

বৈঠকে দু’পক্ষ চীন-সুইজারল্যান্ড অবাধ বাণিজ্য চুক্তি উন্নতকরণ বিষয়ে পর্যালোচনা শেষের ঘোষণা দেয় এবং দ্রুত আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে সম্মত হয়। বৈঠকে জানানো হয়, চলতি বছরের মধ্যে নতুন দফা চীন-সুইজারল্যান্ড পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কৌশলগত সংলাপ, আর্থিক ওয়ার্কিং গ্রুপের সম্মেলন, এনার্জি ওয়ার্কিং গ্রুপের সম্মেলন, এবং শিক্ষা নীতি সংলাপ ও নিরাপত্তা পরিষদবিষয়ক বৈঠক আয়োজন করা হবে। 

(তুহিনা/আলিম/মুক্তা)