জানুয়ারি ১৬: উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি গতকাল (সোমবার) মাতৃভূমির শান্তিপূর্ণ একীকরণ কমিটি এবং মাউন্ট কুমগাং আন্তর্জাতিক পর্যটন ব্যুরোসহ সকল আন্তঃকোরীয় সংস্থা বিলুপ্তির সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি আজ (মঙ্গলবার) এ তথ্য জানায়।
অ্যাসেম্বলির বিবৃতি অনুসারে, সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বিগত ৮০ বছরের অভিজ্ঞতার আলোকে। এতোদিন উত্তর কোরিয়া মাতৃভূমির শান্তিপূর্ণ একীকরণের জন্য ‘একটি জাতি, একটি দেশ, দুই ব্যবস্থা’ নীতির কথা বলে এসেছে। কিন্তু দক্ষিণ কোরিয়া ‘শোষণ ও একীকরণ’-এর মতো অগ্রহণযোগ্য নীতির আলোকে কার্যক্রম পরিচালনা করে আসছে। এ অবস্থায় মাতৃভূমির শান্তিপূর্ণ একীকরণ সম্ভব নয়।
এদিকে, কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির খবর অনুসারে, উত্তর কোরিয়ার চতুর্দশ সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির দশম অধিবেশন গতকাল (সোমবার) রাজধানী পিয়ংইয়ংয়ের মানসুদাই অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত হয়। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন অধিবেশনে জনগণের কল্যাণের ওপর জোর দেন এবং কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করেন। (অনুপমা/আলিম)