"তাইওয়ানের স্বাধীনতার" বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ ব্যর্থ হবে: চীনা মুখপাত্র
2024-01-16 19:55:50

জানুয়ারি ১৬: তাইওয়ান কর্তৃপক্ষের বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রমাণিত হয়েছে যে, তাইওয়ানের ‘কূটনৈতিক স্থান’ লাভের চেষ্টা মূল ভূখণ্ড দমন করেছে। "তাইওয়ানের স্বাধীনতার" বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ ব্যর্থ হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং মঙ্গলবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন। তিনি বলেন যে, বিশ্বে শুধু একটি চীন রয়েছে এবং চীন সরকার হলো গণপ্রজাতন্ত্রী চীনের একমাত্র বৈধ সরকার যা সমগ্র চীনের প্রতিনিধিত্ব করে। তাইওয়ান চীনা ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ।

মাদাম মাও নিং বলেন যে, এক-চীন নীতি মেনে চলা আন্তর্জাতিক ন্যায়বিচার, জন আকাঙ্ক্ষা ও বিশ্বের সাধারণ প্রবণতা। চীন বিশ্বাস করে যে, আরও দেশ ইতিহাস ও আন্তর্জাতিক ন্যায়বিচারের পথ বেছে নেবে এবং তাদের জনগণের মৌলিক ও দীর্ঘমেয়াদী স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ সঠিক সিদ্ধান্ত নেবে। তিনি জোর দিয়ে বলেন, এক-চীন নীতি আন্তর্জাতিক সম্পর্কের একটি মৌলিক আদর্শ এবং আন্তর্জাতিক সমাজের সাধারণ ঐকমত্য। চীন সরকার কখনো নীতির ব্যবসা করে না। তাইওয়ান ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি কর্তৃপক্ষ ইতিহাসের সাধারণ প্রবণতা উপেক্ষা করেছে, এক-চীন নীতি মেনে নিতে অস্বীকার করেছে, তথাকথিত "আন্তর্জাতিক স্থান" প্রসারিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে এবং "তাইওয়ানের স্বাধীনতার" বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে জড়িত রয়েছে। তারা অবশ্যই ব্যর্থ হবে বলে উল্লেখ করেন মাও নিং।

(ইয়াং/তৌহিদ/ছাই)