গাজার উত্তরাঞ্চলে তুমুল যুদ্ধ শেষ: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
2024-01-16 11:57:40

জানুয়ারি ১৬: গতকাল (সোমবার) ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর তুমুল যুদ্ধ শেষ হয়েছে।

তিনি আরও বলেন, গাজার উত্তরাঞ্চলের যুদ্ধ শেষ হওয়ার পর, দক্ষিণাঞ্চলের সংশ্লিষ্ট সামরিক অভিযানও দ্রুত শেষ হবে।

গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর মূল লক্ষ্য হামাসের নেতাদের নির্মূল করা। হামাসের খান ইউনিস ব্রিগেড ধীরে ধীরে নির্মূল হচ্ছে বলে ইসরায়েল দাবি করছে।

এদিকে, গত ১৫ জানুয়ারি গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান থেকে জানা গেছে, গত ৭ অক্টোবর ফিলিস্তিন-ইসরায়েল নতুন দফা সংঘর্ষ শুরুর পর থেকে এ পর্যন্ত, ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ সহস্রাধিক ফিলিস্তিনি নিহত এবং ৬০ সহস্রাধিক আহত হয়েছে। আর ইসরায়েল জানিয়েছে, সংঘর্ষে এ পর্যন্ত ১৩০০ জন ইসরায়েলি নিহত হয়েছে এবং আরও ১৩০ জনেরও বেশি ইসরায়েলি হামাসের হাতে আটক আছে। (সুবর্ণা/আলিম/মুক্তা)