২০২৪ সালে চীনের শুল্ক সমন্বয় প্রস্তাব কার্যকরের মধ্য দিয়ে বড় রাষ্ট্রের দায়িত্ব প্রতিফলিত: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2024-01-13 16:28:31

জানুয়ারি ১৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, ২০২৪ সালের শুল্ক সমন্বয় প্রস্তাব ঘোষণা করা হয়েছে এবং তা কার্যকর করেছে চীন। চীন সক্রিয়ভাবে অবাধ বাণিজ্য এগিয়ে নিয়েছে এবং বৈদেশিক বাণিজ্যিক উন্নয়ন পরিবেশ সুবিন্যস্ত করেছে। এর মাধ্যমে চীন বিভিন্ন দেশের সাথে কল্যাণ ভাগাভাগি করা এবং একটি বড় রাষ্ট্রের দায়িত্ব পালন করার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে।

জানা গেছে, সম্প্রতি চীন ২০২৪ সালের শুল্ক সমন্বয়ের প্রস্তাব ঘোষণা করেছে। ১০১০টি পণ্যের ওপর নতুন আমদানিকৃত শুল্ক হার কার্যকর করা হয়েছে; যা সর্বাধিক সুবিধা পাওয়া শুল্ক হারের চেয়েও কম।

মুখপাত্র মাও সংবাদদাতার প্রশ্নের জবাবে বলেন, ‘ডব্লিউটিও-তে যোগদানের পর থেকে, চীন শুধু ডব্লিউটিওতে দেওয়া প্রতিশ্রুতিই পূরণ করেনি, বরং শুল্কের মোট পরিমাণ ২০২৩ সালের ৭.৩ শতাংশ কমিয়ে দিয়েছে। এতে বাণিজ্য সহজিকরণ এবং বৈদেশিক উন্মুক্তকরণের মান অব্যাহতভাবে উন্নত হয়েছে’।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)