‘চীন পারস্পরিক সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিনিময়ে ইচ্ছুক’
2024-01-12 21:05:59

জানুয়ারি ১২: আজ (শুক্রবার) বিকেলে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল চাং সিয়াও কাং এক প্রেস ব্রিফিংয়ে বলেন, তার দেশ পারস্পরিক সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন খাতে বিনিময়ে ইচ্ছুক।

মুখপাত্র বলেন, চীন ১৭তম চীন-মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্ম-সভার তথ্য প্রকাশ করেছে। দু’দেশের সামরিক সম্পর্কের বিকাশের প্রতি চীনের দৃষ্টিভঙ্গি বরাবরই ধারাবাহিক ও স্পষ্ট। এক্ষেত্রে চীনের লক্ষ্য পারস্পরিক সমতা ও সম্মানের ভিত্তিতে বিনিময় ও সহযোগিতা করা এবং একটি সুস্থ, স্থিতিশীল দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, চলতি বছর চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী। চীন আশা করে, যুক্তরাষ্ট্র চীনের সাথে সঠিক বোঝাপড়া সৃষ্টি করবে, চীনের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগকে সম্মান করবে, আন্তরিকভাবে চীনের সাথে কাজ করবে, এবং সান ফ্রান্সিসকোতে দুই রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ যৌথ সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করবে। (শুয়েই/আলিম/আকাশ)