গাজায় যুদ্ধবিরতির তাগিদ চীনের
2024-01-10 18:50:34

জানুয়ারি ১০: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির তাগিদ দিচ্ছে চীন।  আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা বনাম ইসরায়েল ‘গণহত্যা মামলা’র শুনানি করবে আন্তর্জাতিক  আদালত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে চীন সংশ্লিষ্ট মামলার দিকে দৃষ্টি রাখছে।

তিনি আরও বলেন, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের কারণে বিপুলসংখ্যক বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, এমন যেকোনো আচরণের বিরোধিতা করে বেইজিং। সংঘাতে জড়িত পক্ষগুলোকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে, গাজায় যুদ্ধবিরতির জন্য কাজ করতে, এবং গাজা উপত্যকার জনগণকে গণশাস্তি দেওয়া থেকে বিরত থাকতে আহ্বান জানায় চীন। (শুয়েই/আলিম/আকাশ)