গেল বছর চীন-ইউরোপ রেলপথে ১৯ লাখ টিইইউ পাঠানো হয়
2024-01-09 14:52:58

জানুয়ারি ৯: ২০২৩ সালে চীন-ইউরোপ রেলপথে ১৭ হাজার নিয়মিত মালবাহী ট্রেন চলাচল করেছে, যা আগের বছরের চেয়ে ৬ শতাংশ বেশি। আজ (মঙ্গলবার) চায়না রেলওয়ে এ তথ্য জানায়।

চায়না রেলওয়ে জানায়, এসব ট্রেন ১৯ লাখ টিইইউ (টোয়েন্টি-ফুট ইকুইভেলেন্ট ইউনিট) পরিবহন করেছে, যা আগের বছরের চেয়ে ১৮ শতাংশ বেশি। এদিকে, পশ্চিমাঞ্চলের স্থল-সমুদ্র করিডোরসংশ্লিষ্ট ট্রেনগুলো সারা বছর ৮.৬ লাখ টিইইউ পরিবহন করেছে, যা আগের বছরের চেয়ে ১৪ শতাংশ বেশি।

চায়না রেলওয়ে আরও জানায়, ২০২৩ সালে রেলপথ নির্মাণ ও পরিবহনসেবা খাতে মান উন্নত হয়েছে। পাশাপাশি, আঞ্চলিক সরকারগুলোর সাথে সক্রিয়ভাবে সংযোগ স্থাপন করে, দেশের জাতীয়-আঞ্চলিক কৌশল, আঞ্চলিক সমন্বিত উন্নয়ন কৌশল বাস্তবায়নকাজও উন্নত করা হয়েছে। (শুয়েই/আলিম/আকাশ)