‘চীন ও যুক্তরাষ্ট্রের টেবিল টেনিস দলের সফর বিনিময় বন্ধুত্বের বহিঃপ্রকাশ’
2024-01-09 17:31:47

জানুয়ারি ৯: সম্প্রতি চীন ও যুক্তরাষ্ট্রের যুব টেবিল টেনিস দল একে অপরের দেশ সফর করেছে, যা বন্ধুত্বের বহিঃপ্রকাশ। এমন ধারা কার্যক্রম দু’দেশের ‘পিং পং কূটনীতির’ স্মৃতি মনে করিয়ে দেয়। আজ (মঙ্গলবার) বেইজিংয়ে আয়োজিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

তিনি বলেন, সম্প্রতি বেইজিং বিশ্ববিদ্যালয়ের টেবিল টেনিস দল ইউএস টেবিল টেনিস ওপেনে অংশ নিতে এবং দু’দেশের মধ্যকার "পিং পং কূটনীতি"-কে স্মরণ করতে, যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাস ও কনস্যুলেটের আয়োজিত একাধিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য, যুক্তরাষ্ট্র সফর করে। অন্যদিকে, ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া টেবিল টেনিস দল চীন সফর করে এবং ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ে "চীন-যুক্তরাষ্ট্র যুব টেবিল টেনিস এক্সচেঞ্জ ইভেন্ট"-এ অংশগ্রহণ করে।

মুখপাত্র বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের যুব টেবিল টেনিস দলের পারস্পরিক সফর "পিং পং কূটনীতি"-র বন্ধুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণ করিয়ে দিয়েছে এবং দু’দেশের মধ্যে জনগণ পর্যায়ের বিনিময়ে নতুন শক্তি যুগিয়েছে। (শুয়েই/আলিম/আকাশ)