‘সুরেলা ও সুন্দর গ্রাম ফুটবল প্রেমিয়ার লিগ’-এর নতুন সিজন শুরু
2024-01-07 20:27:38

জানুয়ারি ৭: চীনের কুইচৌ প্রদেশের রংচিয়াং কাউন্টিতে ‘সুরেলা ও সুন্দর গ্রাম ফুটবল প্রেমিয়ার লিগ’ তথা ‘ছুন ছাও’-এর নতুন সিজন শুরু হয়েছে গতকাল (শনিবার)। গত বছরের মে মাসে উদ্বোধন হওয়ার পর এই লিগ দেশের সব ফুটবলপ্রেমির নজর কাড়ে।


প্রথম বার ‘ছুন ছাও’-এ মোট ২০টি ফুটবল দল অংশগ্রহণ করেছিল। আর চলতি বছর মোট ৬২টি গ্রাম ফুটবল দল এতে অংশগ্রহণ করছে। এ ৬২টি দল রংচিয়াং কাউন্টির সকল গ্রাম ও আবাসিক কমিউনিটি থেকে এসেছে। দলগুলোকে মোট ১০টি গ্রুপে ভাগ করা হয়েছে। পরিকল্পনা অনুসারে, চলতি বছরের মে মাসে, ‘ছুন ছাও’-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 


‘ছুন ছাও’-এর সব অংশগ্রহণকারী, ফুটবলার থেকে রেফারি পর্যন্ত, সমাজের বিভিন্ন মহল থেকে এসেছেন। তাদের কেউ বারবিকিউ তৈরি করেন, কেউ শিক্ষক, কেউ সরকারি কর্মকর্তা। তাদের বয়সেও রয়েছে পার্থক্য। তবে, ফুটবলের প্রতি তাদের ভালোবাসা ও আগ্রহ একই। 


‘ছুন ছাও’ আসলে গ্রামাঞ্চলের পুনরুজ্জীবনেও অবদান রাখছে। এ পর্যন্ত, মোট ৫০ লাখেরও বেশি পর্যটক ‘ছুন ছাও’ দেখতে রংচিয়াংয়ে এসেছেন এবং পর্যটন থেকে এলাকার আয় হয়েছে প্রায় ৬০০ কোটি ইউয়ান। পাশাপাশি, ২০৪টি নতুন রেস্তোরাঁ গড়ে উঠেছে এখানে। গত বছরের ‘ছুন ছাও’ আয়োজনের সময়, গোটা কাউন্টিতে কৃষির বৈশিষ্ট্যময় পণ্যের বিক্রির পরিমাণ ছিল ৪০ কোটি ইউয়ান।

 (আকাশ/আলিম/ফেইফেই)