চীনা ছাত্রদের হয়রানি বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে বেইজিংয়ের তাগিদ
2024-01-05 14:14:16

জানুয়ারি ৫: যুক্তরাষ্ট্রে চীনা শিক্ষার্থীদের অধ্যয়নের জন্য স্বাগত জানানোর প্রতিশ্রুতি কার্যকর করে, ১০০৪৩ নম্বর নির্বাহী আদেশ প্রত্যাহার করা এবং জাতীয় নিরাপত্তার নামে চীনা শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করা, কার্যকরভাবে দেশটিতে চীনা ছাত্র ও পণ্ডিতদের নিরাপত্তা এবং আইনগত অধিকার ও স্বার্থ নিশ্চিত করতে ওয়াশিংটনকে তাগিদ দিয়েছে বেইজিং। গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র বৈধ ও কার্যকর পরিচয়পত্র এবং ভিসা নিয়ে দেশটিতে অধ্যয়নরত চীনা ছাত্রদের হয়রানি ও খারাপ আচরণ করে আসছে। কিছু ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা, আটকে রাখা, স্বীকারোক্তিতে বাধ্য করা, প্ররোচিত করা এমনকি কারণ ছাড়াই ফেরত পাঠানো হয়। গত কয়েক মাস ধরে প্রতি মাসে, শিক্ষার্থীসহ যুক্তরাষ্ট্রে যাওয়া বেশ কিছু সংখ্যক চীনাকে বিতাড়িত করা হয়েছে।

ওয়াং জোর দিয়ে বলেন, চীন অব্যাহতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে দৃঢ়ভাবে চীনা নাগরিকদের বৈধ অধিকার রক্ষা করবে।

(প্রেমা/হাশিম/ছাই)