দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন-মার্কিন যৌথ টহলে চীনের কড়া প্রতিক্রিয়া
2024-01-05 16:32:09

জানুয়ারি ৫: দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের সাথে ফিলিপাইনের টহলের বিষয়ে গতকাল (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ বন্ধ করার জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে অনুরোধ করেছেন এবং দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার প্রচেষ্টাকে সম্মান করতে আহ্বান জানান।

এক প্রশ্নের জবাবে ওয়াং বলেন, ‘দক্ষিণ চীন সাগরে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র পরিচালিত উস্কানিমূলক সামরিক কর্মকাণ্ড সামুদ্রিক পরিস্থিতি এবং সামুদ্রিক বিরোধের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের জন্য অনুকূল নয়। আমরা সংশ্লিষ্ট দেশগুলোকে দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ বন্ধ করতে এবং দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আঞ্চলিক দেশগুলির প্রচেষ্টাকে সম্মান করার আহ্বান জানাই। চীন দৃঢ়ভাবে আমাদের আঞ্চলিক সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষা করতে এবং সক্রিয়ভাবে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে সচেষ্ট থাকব’।

 (অনুপমা/হাশিম)