ব্ল্যাকহোল স্টাডি করতে ভারতের বৈজ্ঞানিক উপগ্রহ উৎক্ষেপণ
2024-01-01 19:00:50

জানুয়ারি ১: স্থানীয় সময় আজ (সোমবার) সকালে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অন্ধ্র প্রদেশে পিএসএলভি-সি৫৮ পরিবাহক রকেটের সাহায্যে একটি উপগ্রহ উৎক্ষেপণ করে। এটি ব্ল্যাকহোল স্টাডির জন্য ভারতের প্রথম বৈজ্ঞানিক উপগ্রহ। এর নাম 'এক্সপোস্যাট'।

(লিলি/আলিম)