‘আকাঙ্খা’
2023-11-11 17:17:32

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী লি জিয়ান’র কন্ঠে ‘আকাঙ্খা’ শীর্ষক গান। ছোটবেলায় তিনি ছিলেন দুষ্টু প্রকৃতির। জুনিয়র স্কুলে তার গিটারের প্রতি তার আকর্ষণ ছিল। ১৯৯৪ সালে তিনি ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। ১৯৯৬ সালে তিনি চীনের কেন্দ্রীয় টেলিভিশনের এক সংগীত প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘জন্মস্থানের পাহাড় ও নদী’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী লি জিয়ান’র কন্ঠে ‘জন্মস্থানের পাহাড় ও নদী’ শীর্ষক গান। ১৯৯৮ সালে তিনি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর চীনের জাতীয় বেতার ও টেলিভিশন ব্যুরোর ওয়েবসাইটে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেন। ২০০০ সালে তিনি চাকরি ছেড়ে শুরু করেন নিজের সংগীত-জীবন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘হৃদয়ে চাঁদ উঠেছে’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী লি জিয়ান’র কন্ঠে ‘হৃদয়ে চাঁদ উঠেছে’ শীর্ষক গান। এখন শোনাবো তাঁর কন্ঠে  ‘আমি কখন তোমাকে ভালোবেসেছি’ শীর্ষক গান। গানটির কথা মোটামুটি এমন: ‘তোমাকে ভুলে যাওয়া অনেক কঠিন। এতোগুলো বছর কেটে গেছে; আমার গভীর স্মৃতি থাকার কোনো কারণ নেই। তোমাকে পুনরায় দেখি, তুমি আগের মতো সুন্দর। তোমাকে দেখলে আমি কোনো কথা বলতে পারি না। তোমাকে শুভেচ্ছা জানাতে চাই, কিন্তু ভয় পাই। তুমি জানো কি? আমি কখন তোমাকে ভালোবেসেছি? কিন্তু আমি তোমাকে জানাইনি। স্মৃতির আগুন আমাকে জ্বালাচ্ছে। আমি তোমাকে আহত করতে চাই না। তুমি জানো কি? আমি তোমাকে কতোটা ভালোবাসি? কিন্তু আমি দূর থেকে তোমাকে দেখতে পাই। বছরের পর বছর কেটে গেছে, কেউ আমাকে বুঝতে পারেনি। আমিও স্বপ্নে কেঁদেছি। বাতাসে আমি অবিরত খুঁজি। আমি তোমাকে ভুলে যেতে চাই না। আজীবন থাকবো তোমার’।

 

আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী লি জিয়ান’র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী কেং সি হান’র কন্ঠে গান শোনাবো। ২০১৭ সালে কেং সি হান চীনের জনপ্রিয় সংগীত অনুষ্ঠান 'স্বপ্নের শব্দে' অংশ নেন। তিনি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ও জনপ্রিয় গায়ক হুয়া ছেন ইয়ুকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘একা’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী কেং সি হান’র কন্ঠে ‘একা’ শীর্ষক গান। ২০১৮ সালে তিনি নিজের রচিত ৩টি গান প্রকাশ করেন এবং সবগুলো ভালো হিট হয়। ২০২০ সালে তিনি চীনের জনপ্রিয় টিভি সংগীত অনুষ্ঠান 'কন্ঠশিল্পী'-তে অংশগ্রহণ করেন এবং জয়লাভ করেন। বিভিন্ন প্রতিযোগিতার পর তার সংগীত আরও বৈচিত্র্যময় ও পরিপক্ব হয়ে ওঠে। বন্ধুরা, এখন শুনুন তার কন্ঠে ' সংক্ষিপ্ত বা চিরতরে' শীর্ষক সুন্দর গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)