‘মূল পাপ’
2023-09-09 17:48:54

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।  

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন রক কন্ঠশিল্পী গেং সি হান’র কন্ঠে ‘মূল পাপ’ শীর্ষক গান। আজকের অনুষ্ঠানে আমি তাঁর পরিচয় দেবো ও তাঁর কণ্ঠে গান শোনাবো। তিনি তার শক্তিশালী ও আকর্ষণীয় পারফরমেন্সের জন্য বিখ্যাত। অনুষ্ঠানের শুরুতে গেং সি হানের কন্ঠে একটি গান 'কুলৌ সাহেব' শুনুন। গানটি একটি ব্যালেড হলেও, তিনি রক সংগীতের ঢঙে নতুন করে গানটি গেয়েছেন। চলুন গানটি শুনি।  

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন রক কন্ঠশিল্পী গেং সি হান’র কন্ঠে ‘কুলৌ সাহেব’ শীর্ষক গান। তিনি ১৯৯৩ সালে চিয়াংসু প্রদেশের সিয়ুচৌ শহরে জন্মগ্রহণ করেন। মাধ্যমিক স্কুলে পড়ার সময় তার সংগীত প্রতিভা দেখা যায় এবং স্কুলের সংগীত প্রতিযোগিতায় নিয়মিত চ্যাম্পিয়ন হতেন তিনি। সংগীতে অতিরিক্ত মেতে থাকার জন্য একসময় তাকে স্কুল ছাড়তে হয়। তবে অবশেষে, তিনি ভালো ফলাফল নিয়ে নানচিং আর্টস অ্যাকাডেমিতে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে গেং সি হান বিভিন্ন বার ও অনুষ্ঠানে পারফরম করতে শুরু করেন। বন্ধুরা, এখন শুনুন গেং সি হানের নতুন করে গাওয়া একটি জনপ্রিয় গান 'অস্থায়ী ও স্থায়ী'।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন রক কন্ঠশিল্পী গেং সি হান’র কন্ঠে ‘অস্থায়ী ও স্থায়ী’ শীর্ষক গান। ২০১৪ সালে গেং সি হান চীনের জনপ্রিয় সংগীত অনুষ্ঠান 'ভয়েস অফ চায়নাতে' অংশগ্রহণ করেন। তার চমত্কার পারফরমেন্স সব বিচারকের স্বীকৃতি ও প্রশংসা পায়। এর মাধ্যমে আরো বেশি লোক তার সম্পর্কে জানতে পারে। বন্ধুরা, এখন শুনুন সে অনুষ্ঠানে গেং সি হানের কন্ঠে 'একা' শীর্ষক গান। গানটি চীনে খুব জনপ্রিয় একটি রক গান। গানে এই বড় পৃথিবীতে নিঃসঙ্গভাবে বেড়ে ওঠার চাপ প্রকাশের চেষ্টা করা হয়েছে এবং সাহসের সাথে সামনে এগিয়ে যাওয়াকে উত্সাহ দেওয়া হয়েছে।

বন্ধুরা, এখন গানটি শুনি।  

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন রক কন্ঠশিল্পী গেং সি হান’র কন্ঠে ‘একা’ শীর্ষক গান। ২০১৫ সালে গেং সি হান 'এশিয়ান ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ডসের' প্রাচ্য অনুষ্ঠান ও চীনের 'ফ্যাশন ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ডসের' শ্রেষ্ঠ নতুন গায়কের পুরস্কার পান। ২০১৬ সালে গেং সি হান চার জনকে নিয়ে 'পথ আবিষ্কারক' ব্যান্ড-দল প্রতিষ্ঠা করেন এবং তিনি প্রধান গায়কের ভূমিকা নামক ব্যান্ড গঠন করেন। বন্ধুরা, এখন শুনুন গেং সি হান ও তার ব্যান্ড 'পথ আবিষ্কারকের' গান 'নীল'। তাঁদের এই গানটি ভবিষ্যত, সমুদ্র, অভিযাত্রা, উদ্যম এবং আকাঙ্ক্ষার প্রতীক। আশা করি, গানটি শুনে নিশ্চয়ই গানের প্রাণশক্তি অনুভব করতে পারবেন। চলুন গানটি শুনি।  

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন রক কন্ঠশিল্পী গে সি হান’র কন্ঠে ‘নীল’ শীর্ষক গান। বন্ধুরা, এবারে আমরা শুনবো গেং সি হানের গান 'গোপন তৃণভূমি'। গানটি ২০১৬ সালে প্রকাশিত হয়। গানে বলা হয়েছে: সবার মনে একটি গোপন তৃণভূমি আছে/ সেখানে জ্যোৎস্নার আলো ঘাসে নেচে বেড়ায়/ সেখানে মুক্তভাবে গান গাওয়া যায়/ সেই জায়গায় কেউ যায়নি/ আমি তা চিরদিন স্মরণ করবো/তোমার মনে এমন গোপন জায়গা আছে কি?

 (গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)