রোববারের আলাপন- ছেংতু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস ভিলেজ উদ্বোধন
2023-07-30 06:36:36

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আকাশ ও....।


বন্ধুরা, এ কয়দিনে বেইজিংয়ে বেশ কয়েকবার ঝড় ও বৃষ্টি হয়। এতে তাপমাত্রা অনেক কমেছে, তাইনা শরত ভাই? আপনি বৃষ্টি পছন্দ করেন? চীনের বৃষ্টি বা বাংলাদেশের বৃষ্টির মধ্যে কোনো পার্থক্য আছে কি?

তৌহিদ:...

শরত ভাই, উত্তরায় থাকার সময় ঝড় সম্পর্কিত একটি স্মৃতি আমি আমাদের ভাইবোনদের সঙ্গে শেয়ার করব, কেমন? একদিন রাতে, একটানা ঝড় হচ্ছিল ঢাকায়। উত্তরার সব রাস্তা যেন নদীর মত হয়েছিল। কিন্তু তখন হঠাত করে একটি বজ্রপাত হয়। এরপর শিগগিরি উত্তরায় বিদুত সরবরাহ বন্ধ হয়ে যায়। গোটা এলাকা অন্ধকার হয়ে যায়। হয়ত একটি দুর্ঘটনা হয়েছে।


শরত্ ভাই, বাংলাদেশে এ সময় হয়ত ঝড় বা টাইফুনের ঝুঁকি বেশি হয়। এসব ভয়াবহ দুর্যোগ থেকে কিভাবে নিজ ও পরিবারকে রক্ষা করা যায়। সে সম্পর্কে আমাদের বন্ধুদের কিছু বলুন।

সংগীত

বন্ধুরা, আমরা প্রথমে ছেংতু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস সম্পর্কিত কিছু খবর আপনাদের সঙ্গে শেয়ার করব, কেমন?

চীনের ছেংতুতে ৩১তম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস ভিলেজ ক্রীড়াবিদদের জন্য ২২ জুলাই সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। 

বিভিন্ন দেশ ও অঞ্চলের ক্রীড়া প্রতিনিধিদল ইতোমধ্যেই ভিলেজে আসতে শুরু করেছে। চীনের প্রতিনিধিদলের তিন শতাধিক ক্রীড়াবিদ এরই মধ্যে ভিলেজে উঠেছেন।

সিএমজি-র সাংবাদিক জানান, ভিলেজে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রমও আয়োজন করা হচ্ছে বা হবে। আন্তর্জাতিক ক্রীড়াবিদরা ঘুড়ি তৈরী, চীনা ক্যালিগ্রাফিসহ বিভিন্ন চীনা সংস্কৃতির সাথে পরিচিত হবেন।

গেমস ভিলেজ আগামী ১১ আগস্ট পর্যন্ত খোলা থাকবে। প্রায় এক হাজার সেচ্ছাসেবক এখানে ক্রীড়াবিদদের বিভিন্ন সেবা দেবেন।

এ দিকে বিভিন্ন দেশ ও অঞ্চলের ক্রীড়াবিদরা একে একে ছেংতু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস ভিলেজে পৌঁছাচ্ছেন। ২৪ জুলাই সকাল ১০টা পর্যন্ত, ৩০টি দেশ ও অঞ্চলের ক্রীড়াবিদরা ভিলেজে পৌঁছান। এদিনে আরও ৬৪টি দেশ ও অঞ্চলের ক্রীড়াবিদরা ভিলেজে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।  

গেমস ভিলেজে পৌঁছে একজন জার্মান ক্রীড়াবিদ সাংবাদিকদের বলেন, ‘আমাদের জন্য এটা একেবারে নতুন অভিজ্ঞতা। আমি প্রথমবার চীনে এসেছি। ভালো লাগছে।  এখানকার সবাই অনেক আন্তরিক। এখানে অনেক মজার হাইটেক পণ্য আছে। সবাই জানে, ছেংতু হচ্ছে পান্ডার জন্মস্থান। আমরা অবশ্যই পান্ডা দেখতে যাবো, এখানকার সময় উপভোগ করবো।’ 

ব্রাজিলের একজন ক্রীড়াবিদ বলেন, ‘চীন সত্যিই একটি সুন্দর দেশ। আমি খুব আনন্দিত যে এখানে আসতে পেরেছি, চীনকে জানতে পারছি, এর সংস্কৃতি অনুভব করতে পারছি ও সবাইকে জানতে পারছি। এখানকার খাবার অত্যন্ত সুস্বাদু, শহরও অনেক সুন্দর। ছেংতু আমার মনে গভীর দাগ কেটেছে।’

উল্লেখ্য, ৩১তম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস শুরু হবে ২৮ জুলাই এবং শেষ হবে ৮ আগস্ট। এ দিকে, ছেংতু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস ভিলেজে যথেষ্ঠসংখ্যক চিকিত্সক ও নার্স নিয়োগ করা হয়েছে। তাঁরা ক্রীড়াবিদদের প্রয়োজনীয় চিকিত্সাসেবা দিতে প্রস্তুত।

সিছুয়ান প্রদেশের ৭১টি চিকিত্সা-প্রতিষ্ঠান একযোগে গেমসে অংশগ্রহণকারী ক্রীড়াবিদ, কর্মকর্তা, ও স্বেচ্ছাসেবকদের চিকিত্সাসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

অন্যদিকে, ছেংতু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের মূল মিডিয়া সেন্টার ২৫ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এই সেন্টার তিন সহস্রাধিক দেশি-বিদেশি সাংবাদিককে ইন্টারনেট, ভাষা, খাবার, ও বিনোদনসংশ্লিষ্ট বিভিন্ন পরিষেবা দেবে। সেন্টারটি মূল প্রেস সেন্টার ও আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র—এই দুটি অংশে বিভক্ত। মূল মিডিয়া সেন্টারে গণমাধ্যম কার্যালয় কক্ষ, প্রেস কনফারেন্স হল, গণমাধ্যম সাক্ষাত্কার কক্ষসহ বিভিন্ন এলাকা থাকছে।

শরত ভাই, ছেংতু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস আসছে, তা একটি বিশ্বের তরুণ তরুণী ক্রীড়াবিদদের বড় সম্মেলন। তা ছাড়া আমাদের সারা বিশ্বের একতা ও ভালবাসার একটি প্রতীক। আমি অনেক উত্তেজিত ও উত্সাহিত হই। এবারের গেমস নিয়ে আপনার প্রত্যাশা কি?

তৌহিদ:..

আকাশ: এ ছাড়া, চীন গণশরীরচর্চা খাতে অনেক গুরুত্ব দেয়। বড় আকারের গেমস আয়োজনের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের জন্যও সুবিধা ও কৌশল বয়ে আনবে। চীনের গণশরীরচর্চা খাতে আপনার কিছু অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন?

তৌহিদ:...

(আকাশ/তৌহিদ)