আজকের উর্মির বৈঠকখানায় আমার সাথে যোগ দিচ্ছেন ড. মঞ্জুর হাসান। বর্তমানে তিনি বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
ড. মঞ্জুর হাসান বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ২০১০ সালে এল এল. বি সম্মান এবং ২০১১ সালে এল এল. এম ডিগ্রি অর্জন করেন। এরপর প্রথম দিকে তিনি বাংলাদেশের গণ বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। অত:পর তিনি ২০১৬ সালে চীন সরকারের বৃত্তি নিয়ে পিএইচডি গবেষণার জন্য চীনের ওশান ইউনিভার্সিটিতে ভর্তি হন। সেখানে তিনি ২০১৯ সালে আন্তর্জাতিক আইন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার পিএইচডি গবেষণার বিষয় ছিল “বাংলাদেশের সাথে বঙ্গপোসাগরের সমুদ্রসীমা নিয়ে ভারত ও মিয়ানমারের বিরোধ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার কারণ ও তার ফলাফল”। দক্ষিণ চীন সাগরের বিরোধ নিয়েও তার গবেষণা রয়েছে।
ড. হাসান বর্তমানে তুরস্কের আঙ্কারা বিশ্ববিদ্যালয় এবং চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের পোস্টডক্টরাল ফেলো হিসেবে আন্তর্জাতিক আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তার গবেষণা চালিয়ে যাচ্ছেন। তিনি চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ব্রাজিল, সুইডেন এবং তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত সেমিনার ও সিম্পোজিয়ামে আন্তর্জাতিক আইনের বিভিন্ন বিষয়ের উপরে এক্সপার্ট মতামত দিয়েছেন। ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তার গবেষণা-প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে আইন পেশাতেও নিয়োজিত রয়েছেন। চলুন, কথা বলি তার সঙ্গে...