বড় লাল মটরশুটি
2021-12-28 10:42:13

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী আইয়া’র পরিচয় দেবো এবং তাঁর গান শোনাবো। তাঁর আসল নাম লিউ হান ইয়া। তিনি ১৯৭৮ সালের ১৪ সেপ্টেম্বর চীনের তাইওয়ানের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী, টিভি হোস্ট ও অভিনেত্রী। তিনি তাইওয়ানের বিখ্যাত্ শিল্প ও অপেরা বিদ্যালয় হুয়াগাং বিদ্যালয় থেকে স্নাতক হন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘বড় লাল মটরশুটি’ শীর্ষক গান। গানটি ১৯৯৯ সালে রিলিজ হয়। সংগীতের সুর যুক্তরাষ্ট্রের একটি লোকসংগীত থেকে নেওয়া। আইয়া নিজে গানটির কথা লিখেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন। চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন আইয়ার কন্ঠে ‘বড় লাল মটরশুটি’ শীর্ষক গান। তিনি ১৯৯৯ সালে প্রথম ডিস্ক প্রকাশ করে তাইওয়ানে জনপ্রিয় হয়ে ওঠেন। ২০০৩ সালে তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৮ সালে তিনি তাইওয়ানের খুবই জনপ্রিয় টিভি অনুষ্ঠানের হোস্ট হিসেবে কাজ শুরু করেন। ২০১২ সালে তিনি চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১২ সালে তিনি ওয়েবসাইটের অনুষ্ঠানের হোস্ট হিসেবে কাজ শুরু করেন। ২০১৩ সালে তিনি কমেডি চলচ্চিত্রে অভিনয় করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘বিহুয়া মেয়ে’ শীর্ষক গান। গানটি ১৯৯৯ সালে তাঁর প্রকাশিত প্রথম অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। ‘বিহুয়া মেয়ে’ তাইওয়ানের স্থানীয় আঞ্চলিক ভাষায় মানে ‘সুন্দর মেয়ে’। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আইয়ার কন্ঠে ‘বিহুয়া মেয়ে’ শীর্ষক গান। ২০১৫ সালে তিনি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন। ১৯৯৬ সালের অগাষ্ট মাসে তিনি প্রথমে টিভি অনুষ্ঠানে অংশ নেন। ২০০৬ সালের এপ্রিল মাসে তিনি সাময়িকভাবে বিনোদনজগত ত্যাগ করে যুক্তরাষ্ট্রে লেখাপড়া করতে যান।  ২০০৭ সালের সেপ্টেম্বরে তিনি পুনরায় তাইওয়ানে ফিরে এসে বিনোদনজগতে প্রবেশ করেন। সে বছরে তিনি তাইওয়ানের সুপার স্টার অ্যাওয়ার্ডজের পুরস্কার প্রদান অনুষ্ঠানের হোস্ট ছিলেন। একই বছরের অগাষ্ট মাসে তিনি নাটকে অভিনয় করেন।  এখন শোনাবো তাঁর কন্ঠে ‘অসীম পৃথিবী’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আইয়া’র কন্ঠে ‘অসীম পৃথিবী’ শীর্ষক গান। ২০০৯ সালের জানুয়ারি থেকে তিনি চীনের মূল ভূভাগে কাজ শুরু করেন। একই বছরের মার্চ মাসে তিনি সাত বছর পর পুনরায় নতুন গান প্রকাশ করেন। ২০১০ সালের মে মাসে তিনি জিয়াংসু প্রদেশের টিভি কেন্দ্রের অনুষ্ঠানের হোস্ট ছিলেন। অনুষ্ঠানটি চীনের ‘বার্ষিক শ্রেষ্ঠ অনুষ্ঠান পুরস্কার’ লাভ করে। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘ভিয়েতনাম ড্রাম’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আইয়া’র কন্ঠে ‘ভিয়েতনাম ড্রাম’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘ফুস্যিংগাওচাও’ শীর্ষক গান শোনাবো। ফুস্যিংগাওচাও মানে ‘যে মানুষ খুবই সুখী’। গানটি ২০১৫ সালে রিলিজ হয়। আইয়া কন্ঠশিল্পী ছুই জি গে’র সঙ্গে দ্বৈতকন্ঠে গানটি গেয়েছেন। গানটিতে বলা হয়েছে: যখন আনন্দিত হবে তখন হাসবে, যখন উত্তেজিত হবে তখন ঝাঁপ দাও। পছন্দ না করলে ছেড়ে দাও। পছন্দ করলে অর্জন করার চেষ্টা করবে। স্বপ্ন খুবই দূরে, কিন্তু দেখা যায়। বন্ধুর মতো হাসবো, তুমিও আমার দিকে তাকিয়ে হাসবে। আমাদের অভিন্ন উদ্দেশ্য আছে। কখনো ত্যাগ করবো না।

চলুন, গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন আইয়ার কন্ঠে ‘ফুস্যিংগাওচাও’ শীর্ষক গান। ২০১৮ সালে তাঁর প্রযোজনায় টিভি শো ‘সাহসী জীবন’ প্রচারিত হয়। অনুষ্ঠানটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে। ২০১৯ সালে তিনি নিজের তিন জন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে টিভি শোতে অংশ নেন। তিন জন বন্ধু বিনোদন জগতের সুপার স্টার। অনুষ্ঠান খুবই জনপ্রিয় ছিল। এখন শোনাবো অনুষ্ঠানটির থিম সংগীত ‘বোনের ভ্রমণ’ শীর্ষক গান। চার জন বন্ধু একসঙ্গে গানটিতে কন্ঠ দিয়েছেন। গানটি চার জন বন্ধুর একজন কন্ঠশিল্পী ফান স্যিয়াও স্যুয়ান লিখেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/রুবী)