Web bengali.cri.cn   
আর্থনীতিক সংবাদ ---২০১৫/১২/২১
  2015-12-21 15:22:05  cri

১. গত শুক্রবার দেশের ১৩টি ব্যাংককে ১০,০০০ কোটি ইউয়ান ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক 'পিপলস্‌ ব্যাংক অব চায়না' (পিবিওসি)। এ ঋণের সুদ ধরা হয়েছে ৩.২৫ শতাংশ।

এক অনলাইন বিবৃতিতে পিবিওসি জানায়, বাজারে নগদ অর্থের তারল্য বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অর্থ ক্ষুদ্র ব্যবসা ও কৃষিখাতে ঋণ হিসেবে বিতরণের জন্য ব্যাংকগুলোকে গাইড করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

২. রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক পেইচিং সফরের সময় দু'দেশের মধ্যে জ্বালানি, বিনিয়োগ, আর্থিক, উচ্চ প্রযুক্তিসহ বিভিন্ন খাতে ৩০টির বেশি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এসব সমঝোতা স্মারকের মধ্যে আছে: উত্তর সাইবেরিয়ায় তেল ও গ্যাস প্রকল্পসংশ্লিষ্ট সিনোপেক-রসনেফ্ট এমওইউ; প্রাকৃতিক গ্যাসলাইনসম্পর্কিত সিএনপিসি-গ্যাজপ্রম চুক্তি; এবং চীনের উন্নয়ন ব্যাংকের সাথে রাশিয়ার রাষ্ট্রায়াত্ব কর্পোরেশান ভিইবি'র ১০০০ কোটি ইউয়ানের ঋণচুক্তি।

৩. চীনের ছাং আন ব্রান্ডের গাড়ির বিক্রি চলতি বছরের নভেম্বর পর্যন্ত দাঁড়ায় ২৫,৩২০০০টিতে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৮.৪ শতাংশ বেশি।

উল্লেখ্য, গত ৮ বছর ধরেই বিক্রির দিক দিয়ে ছাং আন চীনের এক নম্বর ব্রান্ডের স্থানটি দখল করে আছে।

৪. প্রস্তাবিত মালয়েশিয়া-সিঙ্গাপুর দ্রুতগতির ট্রেনলাইন প্রকল্প নিয়ে আলোচনা করতে সংশ্লিষ্ট চীনা রেল কোম্পানিকে সম্প্রতি আমন্ত্রণ জানায় কুয়ালালামপুর। প্রকল্পটি এখন বিড পর্যায়ে রয়েছে।

মালয়েশিয়া-সিঙ্গাপুর দ্রুতগতির রেল প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১২০০ কোটি ডলার। প্রস্তাবিত ৩৩০ কিলোমিটার দীর্ঘ ট্রেনলাইনটি ২০২০ সালে চালু হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মালয়েশিয়া থেকে ট্রেনে সিঙ্গাপুর যেতে মাত্র ৯০ মিনিট লাগবে। বর্তমানে ট্রেনে সময় লাগে ৭ ঘন্টা।

৫. প্রতিবছর ব্যবসা-বাণিজ্যের সেরা বইয়ের একটি তালিকা প্রকাশ করে অর্থনীতি-বিষয়ক বিশ্বখ্যাত পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমস (এফটি)। এমন আরেকটি তালিকা করে অনলাইনভিত্তিক বই বেচাকেনার ওয়েবসাইট 'এইটহানড্রেডসিইওরিড'। এফটি ও এইটহানড্রেডসিইওর তালিকা সমন্বয় করে বর্ষসেরা 'বিজনেস বুক' বা ব্যবসাসংক্রান্ত বইয়ের একটি তালিকা তৈরি করেছে বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস। ফোর্বস ও এফটির তালিকায় উঠে আসা ব্যবসা-বাণিজ্যের সেরা ১০ বইয়ের তালিকায় প্রথম স্থানে আছে 'উই আর মার্কেট বাস্কেট: দ্য স্টোরি অব দ্য আনলাইকলি গ্রাসরুটস মুভমেন্ট দ্যাট সেভড আ বিলাভড বিজনেস'। সত্য ঘটনা অবলম্বনে রচিত এ বইটি যৌথভাবে লিখেছেন ড্যানিয়েল কোরশান ও গ্র্যান্ট ওয়েকার।

দ্বিতীয় সেরা বিজনেস বইয়ের স্বীকৃতি পেয়েছে 'এভরিবডি ম্যাটারস: দ্য এক্সট্রা অর্ডিনারি পাওয়ার অব কেয়ারিং ফর ইয়োর পিপল লাইক ফ্যামিলি'। ব্যারি ওয়েমিলার নামের একটি উৎপাদক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বব চ্যাপম্যান ও তাঁর অসাধারণ নেতৃত্ব নিয়ে রচিত হয়েছে বইটি। বিলিয়ন ডলার আয় করা একটি বড় করপোরেট প্রতিষ্ঠানও যে একটি পরিবারের মতো কাজ করতে পারে ও একে অন্যের বিপদে আগলে রাখতে পারে, সেই মানবিক দিকটিই এ বইয়ে তুলে ধরা হয়েছে। ২০০৮ সালের মহা অর্থনৈতিক মন্দার সময়ে ব্যারি ওয়েমিলারের একজন কর্মীও চাকরি হারাননি। প্রতিষ্ঠানটির সব কর্মীই ওই সময়ে অসাধারণ ধৈর্য ও ত্যাগ স্বীকার করেন।

আর তালিকায় তৃতীয় স্থান পাওয়া বইটির নাম 'হাউ টু ফ্লাই এ হর্স: দ্য সিক্রেট হিস্টোরি অব ক্রিয়েশন, ইনভেনশন অ্যান্ড ডিসকভারি'। প্রযুক্তি-বিষয়ক সফল মার্কিন উদ্যোক্তা কেভিন অ্যাস্টোন এ বইটির লেখক। সফল উদ্যোক্তা হতে উদ্ভাবন যে কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়টিই এই বইয়ে তুলে আনা হয়েছে।

1 2
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040