Web bengali.cri.cn   
আর্থনীতিক সংবাদ --- ২০১৫/১১/৩০
  2015-11-30 13:11:23  cri

১. চীনের উপ-প্রধানমন্ত্রী ওয়াং ইয়াং বলেছেন, দেশের ব্যবসা-পরিবেশের স্বচ্ছতা নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের উদ্বেগ সম্পর্কে সরকার সচেতন এবং বিষয়টিকে যথাযথ গুরুত্ব দেওয়া হবে।

তিনি সম্প্রতি দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশের রাজধানী কুয়াংচৌয়ে চীন ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সিইও-দের গোলটেবিল বৈঠকে এ কথা বলেন। ব্যবসা ও বাণিজ্য সংক্রান্ত চীন-যুক্তরাষ্ট্র যৌথ কমিশন (জেসিসিটি)-এর বার্ষিক অধিবেশনের অবকাশে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপ-প্রধানমন্ত্রী আরও বলেন, বিনিয়োগসংক্রান্ত নীতি প্রণয়নের সময় চীনা সরকার বিদেশি প্রতিষ্ঠানগুলোর মতামতকে আরও বেশি গুরুত্ব দেবে। সরকার দেশে একটি নির্মল, স্বচ্ছ, ও সন্তোষজনক ব্যবসায়িক পরিবেশ সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

এসময় তিনি যুক্তরাষ্ট্রের বাজারে চীনা বিনিয়োগকারীদের জন্য ন্যায্য ও সমতাভিত্তিক পরিবেশ সৃষ্টির ওপরও গুরুত্বারোপ করেন। তিনি চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য ভিসা জটিলতাসহ অন্যান্য বাধা দূর করতে মার্কিন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

২. ১৯৯৬ সাল থেকে চীনের কৃষি মন্ত্রণালয় পর্যায়ক্রমে ২০টিরও বেশি দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা প্রকল্প বাস্তবায়ন করেছে। এসময় এসব প্রকল্পের সুবিধাভোগী দেশগুলোর কৃষি-উত্পাদন বেড়েছে ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত।

গত বুধবার পেইচিংয়ে আয়োজিত এক সেমিনারে এ তথ্য উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, অন্যান্য দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা প্রকল্পকে সহায়তা করতে চীন দুই দফায় জাতিসংঘ খাদ্য সংস্থাকে ৮ কোটি মার্কিন ডলারের যোগানও দিয়েছে।

চীনের কৃষি মন্ত্রণালয় তেকে জানানো হয়, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতার ওপর বরাবরই গুরুত্ব দিয়ে আসছে চীন সরকার। আন্তর্জাতিক সহযোগিতাকে চীনা কৃষির মান বাড়ানোর গুরুত্বপূর্ণ উপায় হিসেবে আখ্যায়িত করে জানানো হয়, এ পর্যন্ত ১৪০টিরও বেশি দেশ ও সংস্থার সাথে চীনের কৃষি বিনিময় ও সহযোগিতার সম্পর্ক গড়ে উঠেছে।

৩. চীনের কুযাং তো প্রদেশের সেন চেন শহরে গত বুধবার এশিয়ার সবচে' বড় পাতাল রেলস্টেশান পরীক্ষামূলকভাবে চালু করা হয়। বছরের শেষ দিকে পুরোদমে স্টেশানটি চালু হবে বলে আশা করা হচ্ছে।

তিন তলা বিশিষ্ট সেন চেন ফু থিয়ান রেলস্টেশনটির মোট আয়তন এক লক্ষ ৪৭ হাজার বর্গমিটার। অর্থাত স্টেশানটির মোট আয়তন ২১টি ফুটবল স্টেডিয়ামের মিলিত আয়তনের সমান।

৪. আন্তর্জাতিক বাজারে চীনের মুদ্রা ইউয়ান বা রেনমিনপি (আরএমবি) ব্যাপক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা পাবে। সম্প্রতি এ মন্তব্য করেছেন ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন উপ-গভর্নর মির্জা আদিতিয়াসোয়ারা।

স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা হবার সব ধরনের গুণ আছে আরএমবি'র। কারণ, চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। আরএমবি ইন্দোনেশিয়ার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

৫. বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে রূপগঞ্জে এয়ার সেপারেশন ইউনিট (এএসইউ) নির্মাণ করবে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। এ ইউনিট নির্মাণের জন্য ১২০ কোটি টাকা বা ১ কোটি ৪৬ লাখ ইউরো বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। এই এয়ার সেপারেশন ইউনিটটি (এএসইউ) দৈনিক প্রায় ১০০ টন তরলীকৃত গ্যাস উত্পাদন করবে। গত বৃহস্পতিবার ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এসময় আরও জানানো হয়, ২০১৭ সালের মধ্যে উত্পাদন শুরু করতে যাওয়া লিন্ডের এই নতুন এয়ার সেপারেশন ইউনিট (এএসইউ) বাংলাদেশের ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবা, খাদ্য ও কোমল পানীয়, ফ্যাব্রিকেশন, ওষুধ, জাহাজ ভাঙা এবং জাহাজ নির্মাণ শিল্পসমূহে গ্যাস সরবরাহ করবে। এর পাশাপাশি এ-সংক্রান্ত অন্য সেবাও দেবে। রূপগঞ্জের এ কারখানাটি বাংলাদেশে লিন্ডের উত্পাদনক্ষমতা দ্বিগুণের বেশি বাড়াবে। এর মাধ্যমে বাংলাদেশের শীর্ষস্থানীয় গ্যাস উত্পাদনকারী হিসেবে লিন্ডের অবস্থান আরও সুদৃঢ় হবে। এ ছাড়া রূপগঞ্জের কারখানাটি সব শ্রেণির গ্রাহককে বিভিন্ন ধরনের সিলিন্ডার সরবরাহ সুবিধাও দেবে।

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040