Web bengali.cri.cn   
আর্থনীতিক সংবাদ --- ২০১৫/১২/১৪
  2015-12-14 17:54:21  cri

১. চীনে ভোগ্যপণ্যের খুচরা বিক্রি বেড়েছে। গেল নভেম্বরে গোটা চীনে ভোগ্যপণ্যের খুচরা বিক্রির পরিমাণ ছিল ৪৩৪০০ কোটি ডলার সমমূল্যের ২.৭৯ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১১.২ শতাংশ বেশি। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) গত শনিবার এ তথ্য জানায়।

এনবিএস-এর তথ্যানুসারে চলতি বছরের প্রথম এগার মাসে চীনে ভোগ্যপণ্যের খুচরা বিক্রির পরিমাণ ছিল ২৭.২৩ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একসই সময়কালের বিক্রির চেয়ে ১০.৬ শতাংশ বেশি।

এই এগার মাসে শুধু অনলাইনেই ভোগ্যপণ্য বিক্রি হয় ৩.৪৫ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়কালের চেয়ে ৩৪.৫ শতাংশ বেশি।

২. চীনের সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে। নভেম্বরে চীনের মূলভূখণ্ডে এফডিআই আসে ৬৪৯০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ১.৯ শতাংশ বেশি। দেশটির বানিজ্য মন্ত্রণালয় গত শুক্রবার এ তথ্য জানায়।

৩. গাড়ীর টায়ার উত্পাদন খাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনের সাইলুন কোম্পানি লিমিটেড। কোম্পানিটি গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তি অনুসারে, শানতুং প্রদেশভিত্তিক কোম্পানিটি এ অর্থ তিন বছরে বিনিয়োগ করবে। ভিয়েতনামে উত্পাদনব্যবস্থা গড়ে তোলার পর কোম্পানিটি সেখানে প্রতিবছর ১২ লাখ করে টায়ার উত্পাদনে সক্ষম হবে বলেও বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়েছে।

৪. বাংলাদেশে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-র মাত্র ১৭ শতাংশ বাস্তবায়ন হয়েছে। এই ধীর গতির জন্য চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম তিন মাসে ষ্টিকে দায়ী করেছেন দেশটির পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি গত বুধবার রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এক সাংবাদিক সম্মেলনে এডিপি বাস্তবায়নের এ পরিস্থিতি তুলে ধরেন।

তিনি বলেন, প্রথম তিন মাসে প্রবল বৃষ্টিপাতের কারণে বিভিন্ন স্থানে রাস্তা-ঘাটসহ উন্নয়নকাজ বিঘ্নিত হয়। আর এ কারণেই বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের গতি ছিল ধীর। তবে জানুয়ারি থেকে এডিপি বাস্তবায়নের গতি বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এদিকে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে সরকারি তহবিল থেকে বরাদ্দের ১৯ শতাংশ ব্যয় করা গেলেও, বৈদেশিক সহায়তা খাতের অর্থ ব্যয় হয়েছে মাত্র ১৪ শতাংশ।

উল্লেখ্য, চলতি অর্থবছরে এডিপিতে বরাদ্দ রয়েছে মোট এক লাখ ৯৯৭ কোটি টাকা, যার মধ্যে সরকারি প্রকল্পের জন্য ৯৭ হাজার কোটি টাকা এবং স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পের জন্য তিন হাজার ৯৯৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

৫. স্কুল ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে আর্থিক সেবা পৌঁছে দেওয়ার স্বীকৃতি হিসেবে 'চাইল্ড অ্যান্ড ইউথ ফাইন্যান্স ইন্টারন্যাশনাল' (সিওয়াইএফআই)-এর 'কান্ট্রি অ্যাওয়ার্ড' পেয়েছে বাংলাদেশ। ঢাকা সময় বৃহস্পতিবার রাত ৯টায় লন্ডনে হাউজ অফ লর্ডসে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ বাংকের নির্বাহী পরিচালক মো. আবদুর রহিমের হাতে পুরস্কার তুলে দেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ব্যারনেস ভ্যালেরি জর্জিনা হওয়ার্থ। এবার ভারত ও ফিজিকে পেছনে ফেলে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 'কান্ট্রি অ্যাওয়ার্ড' ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় বাংলাদেশ। গত বছর এই ক্যাটগরিতে পুরস্কার পেয়েছিল সিঙ্গাপুরের আর্থিক শিক্ষা প্রকল্প। আর এবার বাংলাদেশ পেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের 'স্কুল ব্যাংকিং' উদ্যোগের জন্য।

উল্লেখ্য, উদ্ভাবনী প্রচেষ্টার মাধ্যমে শিশু ও তরুণদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে প্রতি বছর সাতটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয় নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা সিওয়াইএফআই।

1 2
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040