Web bengali.cri.cn   
আর্থনীতিক সংবাদ --- ২০১৫/১১/১৬
  2015-11-16 18:09:14  cri

১. গত শুক্রবার চীনের ইউন নান প্রদেশের রাজধানী খুনমিংয়ে শুরু হয় 'চীন আন্তর্জাতিক পর্যটন মেলা, ২০১৫'। দক্ষিণ কোরিয়া, জাপান, রাশিয়া ও যুক্তরাষ্ট্রসহ ১০৫টি দেশ ও অঞ্চলের পর্যটন প্রতিষ্ঠান তিন দিনব্যাপী মেলায় অংশ নেয়। মেলায় মোট ৩০৮৭টি স্টল ছিল।

চীনের রাষ্ট্রীয় পর্যটন ব্যুরোর প্রধান লি চিন চাও উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, উদ্ভাবন, সমন্বয়, সবুজায়ন ও উন্মুক্ত মনোভাব নিয়ে দেশের পর্যটন শিল্পের উন্নয়ন বাস্তবায়ন করা যায় এবং এর মাধ্যমে সচ্ছল সমাজ গড়ে তোলা সম্ভব।

২. চীনের মূল ভূখণ্ডে বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে। গেল অক্টোবরে এখানে এফডিআই এসেছে মোট ৮৭৭ কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ে আসা এফডিআই-এর চেয়ে ৪.২ শতাংশ বেশি। চীনের বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি এ তথ্য জানায়।

৩. গত ১১ নভেম্বর চীনের'সিঙ্গেলস ডে'বা ডাবল ইলেভেনের ২৪ ঘণ্টায় ৯,১২২ কোটি ইউয়ান মূল্যের পণ্য বিক্রি করেছে দেশটির অনলাইন জায়ান্ট আলিবাবা। গত বছর এই দিনে সংস্থাটি পণ্য বিক্রি করেছিল ৫১০৭ কোটি ইউয়ানের।

চলতি বছরের সিঙ্গেলস ডে'তে মোবাইল ফোন বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। এদিন আলিবাবা ৩১.৩ লাখ ফোনসেট বিক্রি করে। এ ছাড়া দুধ, মধু, গাড়ি, টেলিভিশন ও ঘড়িসহ কিছু পণ্য বিক্রির ক্ষেত্রেও নতুন রেকর্ড সৃষ্টি হয়।

আলিবাবার হিসেব অনুসারে, এই বিশেষ দিনটিতে সংস্থাটি ২৩২টি দেশ ও অঞ্চলের ৫ হাজারেরও বেশি বিশ্বখ্যাত ব্র্যান্ডের পণ্য বিক্রি করেছে। ৩ কোটি চীনা ভোক্তা এসব পণ্য কিনেছেন। বিদেশি পণ্যের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও অস্ট্রেলিয়ার।

৪.চীন চলতি বছরের প্রথম দশ মাসে ৬৮ লাখ ৮০ হাজার তুলনামূলকভাবে সস্তা অ্যাপার্টমেন্ট তৈরি করেছে। দেশটির আবাসন ও গ্রাম-শহর উন্নয়ন মন্ত্রণালয় সম্প্রতি এ তথ্য জানায়।

মন্ত্রণালয়ের হিসেব অনুসারে, এ কাজে ২০,০০০ কোটি মার্কিন ডলার সমমূল্যের ১.২৮ ট্রিলিয়ন ইউয়ান বিনিয়োগ করা হয়।

৫.নিজস্ব নকশায় তৈরি চীনের প্রথম আঞ্চলিক বিমানের নির্মাণকাজ প্রায় শেষের পথে। কমার্সিয়াল এয়ারক্রাফট্‌ কর্পোরেশান অব চায়না (কোম্যাক) 'এআরজে টোয়েন্টিওয়ান সিয়াং ফাং' নামক বিমানটি নির্মাণ করছে। আশা করা হচ্ছে, চলতি বছর শেষ হবার আগেই বিমানের প্রথম চালান পাবে ছাংতু এয়ারলাইনস্।

দুই ইঞ্জিনের বিমানটি ছাংতু-পেইচিং ও ছাংতু-শাংহাই রুটে চলাচল করবে বলে জানিয়েছে কোম্যাক ও ছাংতু এয়ারলাইনস্।

নতুন এ বিমানে শুধু ইকোনমি ক্লাশের ৯০টি আসন থাকবে। বিমানটির পাল্লা ২২০০ কিলোমিটার।

কোম্যাক ১৯টি এয়ারলাইন্সের কাছ থেকে এ পর্যন্ত ৩০০টি বিমানের অর্ডার পেয়েছে। এর মধ্যে রিপাবলিক অব কঙ্গো তিনটি বিমানের অর্ডার দিয়েছে।

আন্তর্জাতিক মানের এই বিমান তৈরির প্রকল্প হাতের নেওয়ার ছয় বছর পর ২০০৮ সালে প্রথম এর একটির পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়।

৬. অক্টোবরে বাংলাদেশে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি ৬.২৪ শতাংশ থেকে কিছুটা কমে অক্টোবরে মূল্যস্ফীতির হার ৬.১৯ শতাংশে দাঁড়ায়। গত বছর অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৬.৬ শতাংশ। সম্প্রতি সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি জানান, শীতকালীন শাক-সবজি বাজারে আসতে শুরু হওয়ায় মূল্যস্ফীতি কমতে শুরু করেছে। একই সাথে বিশ্ববাজারে ভোগ্য-পণ্য ও তেলের দাম নিম্নমুখী থাকায় মূল্যস্ফীতিতে এর প্রভাব পড়েছে। শীতকালীন শাক-সবজি পূর্ণমাত্রায় বাজারে আসলে মূল্যস্ফীতি আরও কমে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

৭. বাংলাদেশে শুরু হয়েছে সপ্তাহব্যাপী 'এবিসি প্রোপার্টি ফেয়ার'। রাজধানীর নিউ ইস্কাটনের বাংলামোটরসংলগ্ন এবিসি ক্রিসেন্ট কোট প্রাঙ্গনে শুরু হওয়া মেলা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকছে।

বুধবার এবিসি লিমিটেডের চেয়ারম্যান সুভাষ চন্দ্র ঘোষ মেলার উদ্বোধন করেন। এবিসি প্রোপার্টি কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ঢাকা শহরের বিভিন্ন স্থানে এবিসির ১৫টি প্রকল্পে প্রায় ৩০০ অ্যাপার্টমেন্ট নির্মাণাধীন রয়েছে, যা ওই মেলায় প্রদর্শিত হবে। ক্রেতারা ভিন্ন ভিন্ন পছন্দ ও সাধ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকার নানান আকর্ষণীয় লোকেশনে বিভিন্ন মাপের ও মূল্যের অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন। তা ছাড়া ধানমন্ডি ও বেইলি রোডের গুরুত্বপূর্ণ লোকেশনে বাণিজ্যিক ও অফিস স্পেস নির্মিত হচ্ছে।

৮. আন্তর্জাতিক বাণিজ্য 'অত্যন্ত উদ্বেগজনকভাবে' মন্থর হয়ে পড়ার কারণে চলতি বছরে বৈশ্বিক জিডিপি (মোট দেশজ উত্পাদন)-র গড় প্রবৃদ্ধি কমবে। অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতা সংস্থা (ওইসিডি) সম্প্রতি এ পূর্বাভাস দিয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয় থেকে প্রকাশিত বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাষ–সংক্রান্ত প্রতিবেদন অনুসারে, এ বছরে বৈশ্বিক জিডিপির গড় প্রবৃদ্ধি হবে ২.৯ শতাংশ। সংস্থাটি এর আগে গত সেপ্টেম্বরে ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল।

তবে আগামী ২০১৬ সালে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৩.৩ শতাংশে উন্নীত হবে—এমন পূর্বাভাসও দিয়েছে এ সংস্থা।

৯. গেল অক্টোবরে আন্তর্জাতিক বাজারে ১৩.৩১% বিক্রি বেড়েছে ভারতের টাটা মোটরসের। ওই মাসে জাগুয়ার ল্যান্ড রোভার-সহ মোট ৯২ হাজার ৯৪৯টি গাড়ি বিক্রি করেছে সংস্থাটি। গত বছর একই সময় ওই সংখ্যা ছিল ৮২ হাজার ২৬।

মঙ্গলবার এক বিবৃতিতে টাটা মোটরস জানিয়েছে, এ বার অক্টোবরে তাদের যাত্রীগাড়ির বিক্রি বেড়েছে ২৩.৩১%। সংখ্যার দিক থেকে আগের বছরের একই সময়ের ৪৯,৯৭৭ থেকে তা বেড়ে দাঁড়িয়েছে ৬১,৬২৯টি-তে। অন্যদিকে, সংস্থার ব্রিটিশ বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড জাগুয়ার ল্যান্ড রোভারের বিক্রি বেড়েছে ২৬.৯২%। আগের বছরের ৩৮,১৮৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৮,৪৬৮টি-তে। তবে বাণিজ্যিক গাড়ির বিক্রি কমে গিয়েছে ২.২৭%। ফলে আগের বছরের অক্টোবরে যেখানে ৩২ হাজার ৪৯টি বাণিজ্যিক গাড়ি বিক্রি করতে পেরেছিল টাটা মোটরস, সেখানে এ বছর একই মাসে তা হয়েছে ৩১ হাজার ৩২০।

(আলিম)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040