বন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের সুরের ধারায় আসর শুনছেন। এবার শুনুন 'প্রেম এসেছিল' নামে গান। গেয়েছেন তাইওয়ানের নারী ব্যান্ড দল এস.এইচ.ই। গানে বলা হয়েছে, "আমি দেখেছিলাম প্রেম ফুলের মতো ফুটেছিল। আমি অপেক্ষা করছি, সে রাতের স্মৃতি আবার ফিরে আসবে। তুমি আমাকে আলিঙ্গন করার মুহূর্তে আমি আকাশে উড়েছি। যখন আমি আস্তে আস্তে আকাশ থেকে নেমে এসেছিলাম। আমি আর আমি নয়। আমার স্বপ্ন আছে। প্রেম এসেছিল, আমার জীবন সম্পূর্ণ হয়েছে। আমি তোমার জন্য অপেক্ষা করবো। তুমি ফিরে এসে ভালোবাসবে। তুমি কখনো প্রতিশ্রুতি দিয়েছ কিনা, আমার মনে নেই। সেটা আর গুরুত্বপূর্ণ নয়। যাই হোক, আমি অপেক্ষা করবোই। আমার একমাত্র ও সবচেয়ে সুন্দর স্বপ্নের জন্য অপেক্ষা করবো।"
তাইওয়ানের নারী ব্যান্ড দল এস.এইচ.ই
বন্ধুরা, যখন আমি মাধ্যমিক স্কুলের ছাত্রী ছিলাম, তখন টেলিভিশন কেন্দ্র সিঙ্গাপুরের একটি টেলিভিশন নাটক প্রচার করতো। নাটকের নাম 'সাহসী ব্যক্তির ভয় নেই। সে নাটকের থিম সং আমার এখনো স্পষ্ট মনে আছে। সে গানটির নাম 'তোমাকে ভালোবাসি বলা সহজ নয়'। এ গান গেয়েছেন ওয়াং চি ওয়েন ও দাই ইয়াও। গানে বলা হয়েছে, "তুমি গতকালের মেঘ? নাকি আজকের বৃষ্টি? এ জনবহুল শহরে আমরা নিখুঁত নিজেকে খোঁজার চেষ্টা করি। অনেক রাতে আমি নীরবে তোমায় অনুভব করি। খাতার প্রতিটি পৃষ্ঠায় তোমার নাম লিখেছি। তোমাকে ভালোবাসি বলা সহজ নয়। সেজন্য অনেক সাহস দরকার। তোমাকে ভুলে যাওয়াও সহজ নয়। আমি বাতাসে দাঁড়িয়ে তোমার অভাব অনুভব করি।"
বন্ধুরা, ওয়াং ফাং হলেন চীনের একজন নামকরা গায়ক। তিনি নিজেই গান লিখেন। তার রচিত গান 'আমি তোমাকে এতো ভালোবাসি'। এ গানে সংগীতের প্রতি তার প্রেম ও অন্বেষণ বর্ণনা করা হয়েছে। গানের কথাগুলো এমন, "প্রিয় তুমি দূরের দিকে সে পাথর দেখেছো? ঢেউয়ের মধ্যে নীরবে দাঁড়িয়েছে। এক প্রতিশ্রুতির মতো কখনো চোখের জল পড়ে না। এটা হচ্ছে আমি। এখন তুমি আমার জীবনে এসেছ। আমি আর আগের মতো নীরবে থাকতে পারি না। আমি তোমাকে এতো বেশি ভালোবাসি। এটা হলো আমার বেঁচে থাকার অর্থ।"
রোং জু আর
বন্ধুরা, অনুষ্ঠানের শেষে শুনুন চলচ্চিত্র 'এক জীবন' এর প্রধান গান 'আমরা সামনে এগিয়ে যাবো'। গেয়েছেন রোং জু আর। গানে বলা হয়েছে, 'প্রেম কি? দয়া করে আমাকে বলো। প্রেম রোমান্টিক নাকি কষ্টকর? দু'জনের প্রতিশ্রুতি কী ফলাফল বয়ে আনবে?এ পৃথিবী দ্রুত পরিবর্তিত হয়। কিন্তু আমরা বিচ্ছিন্ন হবো না। আমরা সামনের দিকে এগিয়ে যাবো। স্বর্গ থেকে নড়ক পর্যন্ত আমি তোমার সঙ্গী হবো। এ পথ কষ্টকর হলেও প্রেমের শক্তিতে আমরা সামনে এগিয়ে যাবো।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ চীন আন্তর্জাতিক বেতারের সুরের ধারায় আসর শুনলেন। এ পর্বের কয়েকটি প্রেম সম্পর্কিত গান আপনাদের কেমন লেগেছে? আশা করি, আপনাদের প্রত্যেকের জীবনেই প্রেম আছে অথবা আসবে। আশা করি, আপনারা সবাই সুন্দর ও সুখী জীবন উপভোগ করবেন।
আজকের সুরের ধারায় আসর এ পর্যন্তই। আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। আবার কথা হবে। (ইয়ু/তৌহিদ)
| ||||