Web bengali.cri.cn   
আর্থনীতিক সংবাদ ---২০১৫/৯/৭
  2015-09-07 19:12:02  cri

১. চীনের 'সিল্ক রোড ফান্ড কোম্পানি লিমিটেড' গত বৃহস্পতিবার রুশ কোম্পানি 'নোভাটেক'-এর তরল প্রাকৃতিক গ্যাসের একটি প্রকল্পের ৯.৯ শতাংশ শেয়ার কিনেছে।

এর আগে ইয়ামাল উপদ্বীপ-ভিত্তিক এই প্রকল্পের ৬০ শতাংশ শেয়ার নোভোটেকের, ২০ শতাংশ ফরাসি কোম্পানি 'টোটাল'-এর এবং ২০ শতাংশ চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশানের ছিল। এ তিন কোম্পানি মিলে এ প্রকল্পে ১০০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে।

উল্লেখ্য, চীনের প্রস্তাবিত 'অঞ্চল ও পথ' উদ্যোগে অর্থায়নের জন্য রেশমপথ তহবিল গড়ে তোলা হয়। এই প্রথম এ তহবিল থেকে রাশিয়ার কোনো প্রকল্পে বিনিয়োগ করা হ'ল।

২. সব ধরনের সংস্কার কার্যক্রম শেষ করে বাংলাদেশের ছয়টিপোশাক কারখানা আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে। এগুলো হচ্ছে: গ্রিন টেক্সটাইল, কুন টং অ্যাপারেলস, লন্ড্রি ইন্ডাস্ট্রিজ, লেনি অ্যাপারেলস, অপটিমাম ফ্যাশনস ও ইউনিভোগ লিমিটেড। উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি এ স্বীকৃতি দিয়েছে। অ্যালায়েন্স প্রতিষ্ঠার দু'বছর পূর্তি উপলক্ষ্যে রাজধানীর সোনারগাঁও হোটেলে গত বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে দেওয়া মূল বক্তব্যে অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক ও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জেমস এফমরিয়ার্টি বলেন,সদস্য কারখানা পরিদর্শনে সম্প্রতি বিভিন্ন ভবনের কাঠামোগত, বৈদ্যুতিক ও অগ্নি নিরাপত্তা-সংক্রান্ত ছোট ও বড় ত্রুটি খুঁজে পাওয়া গেছে। এখন অ্যালায়েন্সের দেওয়া পরিকল্পনা অনুযায়ী সংস্কার কার্যক্রম চালাচ্ছেকারখানাগুলো। অ্যালায়েন্সের বেধে দেওয়া সময় ২০১৮ সালের মধ্যেই সব কারখানায় সংস্কার কাজ শেষ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, বাংলাদেশে অ্যালায়েন্সের সদস্য কারখানার সংখ্যা ৭৯০টি। এর মধ্যে ৬৬২টি সক্রিয় আছে।

এদিকে, কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের ছোট ও মাঝারি পোশাক কারখানার সংস্কারে অর্থায়নের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দাতাসংস্থা ইউএসএআইডি। অর্থের পরিমাণটি এখনো চূড়ান্ত না-হলেও সংস্থাটি ১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার দিতে পারে বলে অ্যালায়েন্সের কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন।

৩. বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা জিএসপি ফিরে পেতে মার্কিন সরকারের দেওয়া ১৬টি শর্তই পূরণ করা হয়েছে। এখন বাংলাদেশের জিএসপি ফিরে পেতে আর কোনও বাধা নেই। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জেমস এফমরিয়ার্টির সঙ্গে গত বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে আলাপ শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের এ সব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, শিগগিরই মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) একটি দল বাংলাদেশ সফরে আসবে। পোশাক কারখানাগুলোর অভূতপূর্ব উন্নতিতে প্রতিনিধিদলের সদস্যরা সন্তুষ্ট হবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

এদিকে, সাংবাদিক সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জানান, অগাস্টে দেশে মোট রফতানি আয়ের পরিমাণ ছিল ২৭০ কোটি ডলার। রফতানি প্রবৃদ্ধির হার ২৭ শতাংশ।

1 2 3
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040