Web bengali.cri.cn   
আর্থনীতিক সংবাদ ---২০১৫/৮/২৪
  2015-08-24 20:18:51  cri

১.চলতি অর্থবছর বাংলাদেশে ১১টি প্রকল্পে অর্থায়ন করবে বিশ্বব্যাংক। সব মিলিয়ে ১৭৪ কোটি ৪০ লাখ ডলার দেওয়ার লক্ষ্যরয়েছে সংস্থাটির। বাংলাদেশের উন্নয়নে এসব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে গত বুধবার বিশ্বব্যাংকের সাথে বৈঠক করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। বৈঠকেই আরডির সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, বিশ্বব্যাংক বাংলাদেশ কার্যালয়ের আবাসিক প্রধান ইউহানেস জাট ছাড়াও প্রকল্প সংশ্লিষ্টমন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকসূত্রে জানা যায়—ঘোড়াশাল চতুর্থ ইউনিট বিদ্যুতকেন্দ্র রিপাওয়ারিং প্রকল্পবাস্তবায়নে পাওয়া যাবে ২৫ কোটি ডলার। এ ইউনিট থেকে প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুত উত্পাদন সম্ভব হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্তচুক্তি হতে পারে। এছাড়া, দক্ষতা বৃদ্ধি এবং কারিগরি প্রশিক্ষণ কর্মসূচিতে অতিরিক্ত ১০ কোটি ডলার, নির্বাচিত কলেজের উন্নয়নে ১০ কোটি ডলার, সিদ্ধিরগঞ্জ বিদ্যুতকেন্দ্রে অতিরিক্ত ১৮ কোটি ডলার দেওয়ার লক্ষ্য রয়েছে বিশ্বব্যাংকের।চলমান জাতীয় কৃষিপ্রযুক্তি উন্নয়ন প্রকল্পে অতিরিক্ত অর্থায়ন হিসেবে ৭০লাখ ডলার অনুদান দেবারও কথা রয়েছে। শিগগিরই এ বিষয়ে অনুদানচুক্তি হবে।যমুনা নদীর বাঁধ রক্ষায় ঋণ পাওয়া যাবে ৬০ কোটি ডলার।এছাড়া, রিজিওনাল ক্লইমেট সার্ভিস প্রকল্পটি বাস্তবায়নে ৭ কোটি ৫০ লাখ ডলার, নদী পরিবহন ব্যবস্থার উন্নয়নে ২১ কোটি ডলার, জলবায়ু ও আবহাওয়া পূর্বাভাসব্যবস্থার আধুনিকায়নে ৭ কোটি ডলার, বস্তিবাসীর জীবনমান উন্নয়নে ৫ কোটি ডলারও বীমা খাতের উন্নয়নে ৫ কোটি ডলার পাওয়া যেতে পারে।

২. বাংলাদেশব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, চলতি অর্থবছরে মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ শতাংশ অর্জনের জন্য কাজ চলছে। এ প্রবৃদ্ধি অর্জনেরজন্য দেশের অবকাঠামো সমস্যার সমাধান করতে হবে। আর এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকথেকে একটি ফান্ডের ব্যবস্থা করা হচ্ছে।গত বুধবার রাজধানীর মতিঝিলে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর এ তথ্য জানান।

কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে রাজস্বনীতির সাথে তাল মিলিয়ে মুদ্রানীতি চলছে উল্লেখ করে গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংকে এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬০০ কোটিডলারের বেশি। বৈদেশিক মুদ্রার এই রিজার্ভ থেকেই অবকাঠামো উন্নয়নের জন্য ২০০ কোটি ডলারের একটি নতুন তহবিল গঠন করা হবে।

গভর্নর আরও জানান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনার জন্য সভরেন ওয়েলথফান্ড (এসডাব্লিউএফ) নামে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুরচৌধুরীর নেতৃত্বে ১০ সদস্যের একটি নতুন কমিটি গঠনের কাজ চলছে। ব্যাংকারদের কল্যাণে রাজধানীতে একটি হাসপাতাল নির্মাণের জন্য কেন্দ্রীয় ব্যাংক পরিকল্পনা করছে বলেও জানান গভর্নর।

৩. মার্কিনযুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকার বাণিজ্য সুবিধা বা জিএসপি ফিরে পেতেবেধে দেয়া শর্ত বাস্তবায়নে আরও অগ্রগতি অর্জনের পরামর্শ দিয়েছেন মার্কিনরাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। গত মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সাথে এক বৈঠকশেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, জিএসপি পুনর্বহালের জন্য যে ১৬-দফা কর্মপরিকল্পনা বা শর্তাবলী দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নের ক্ষেত্রে ভালো অগ্রগতি হয়েছে। তবে এখনও কিছুক্ষেত্রে আরওকাজ করতে হবে। যেমন, শ্রমিকদের নিরাপত্তা ওকর্মপরিবেশের উন্নয়ন, শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়নের স্বাধীনতা প্রদান, কারখানা পরিদর্শন মুল্যায়ন তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা এবং শ্রমআইন বাস্তবায়নের মতো বিষয়ে আরও অগ্রগতি অর্জন করতে হবে। এসব ক্ষেত্রে অগ্রগতির প্রচেষ্টায় মার্কিন সরকার বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী বলেও তিনি জানান।

৪.কলকাতায় পাঁচ দিনব্যাপী হস্তশিল্প ও পর্যটন মেলায় বাংলাদেশের পাঁচটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলাটি গত বুধবার শুরু হয়। কলকাতার কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় মিলনায়তনে আয়োজন করা হয় এই মেলার।

মেলায় পশ্চিমবঙ্গের ৪৫টিহস্তশিল্প ও পর্যটন সংস্থা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করে।এতে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ঐতিহ্যবাহী জামদানি শাড়ি ও সিলেটের মণিপুরিতাঁত শাড়ির পসরা সাজিয়ে বসে। সেই সঙ্গে তারা ফরিদপুরের লুঙ্গিসহ বিভিন্ন জেলায় তৈরি হওয়া হস্ত ও কুটির শিল্পজাত পণ্যসামগ্রী প্রদর্শন করে।

৫.বাংলাদেশের ইসলামী ব্যাংক (আইবিবি) থেকে বিনিয়োগ তুলে নিচ্ছে দুবাই ইসলামিক ব্যাংক (ডিআইবি)। ১৯৮৩ সালে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠালগ্নে এটির উদ্যোক্তা হিসেবে যুক্ত হয়েছিল ডিআইবি। সম্প্রতি ডিআইবি তাদের হাতে থাকা বাংলাদেশের ইসলামী ব্যাংকের প্রায় ৬৭ লাখ শেয়ারের মধ্যে ৩৭ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। পর্যায়ক্রমে হাতে থাকা বাকি শেয়ারও তারা বিক্রি করে দেবে বলে এক চিঠিতে জানিয়ে দিয়েছে।

গত ১০ অগাস্ট ইসলামী ব্যাংকের প্রতিটি শেয়ারের বাজার মূল্য ছিল ২৬ টাকা। গত মঙ্গলবার দিন শেষে তা বেড়ে দাঁড়ায় প্রায় ৩১ টাকায়। মঙ্গলবারের এ দাম বিবেচনায় নিলে ডিআইবি ঘোষিত বিক্রয়যোগ্য শেয়ারের দামদাঁড়ায় প্রায় ১১ কোটি টাকা।

৬.ফক্সকন, সিয়াওমির পরে এ বার ভারতে কারখানা গড়তে এগিয়ে এল চীনাস্মার্ট ফোন নির্মাতা কোম্পানি লেনোভো। চেন্নাইয়ে নতুন কারখানা গড়ার কাজ ইতিমধ্যেই শুরুকরে দিয়েছে তারা। বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানি করে এখানে তা জুড়ে ফোন তৈরিকরা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। তাদের হয়ে ফোন উত্পাদন করবেফ্লেক্স, আগে যার নাম ছিল ফ্লেক্সট্রনিক্স।

উল্লেখ্য, চলতি মাসেই মহারাষ্ট্রে ৩০ হাজার কোটি টাকায়বৈদ্যুতিন পণ্য কারখানা গড়ার কথা জানিয়েছে তাইওয়ানের ফক্সকন। তার পরেইফক্সকনের সাথে যৌথভাবে অন্ধ্রপ্রদেশের কারখানায় উত্পাদন শুরু করেআরেক চীনা কোম্পানি সিয়াওমি। আর এ বার চেন্নাইয়ে নতুন কারখানায় বছরে ৬০ লক্ষফোন তৈরির কথা জানাল লেনোভো। এতে কর্মসংস্থান হবে প্রায় ১,৫০০ জনের।

৭.পেমেন্টস ব্যাঙ্ক খুলতে এগারো আবেদনকারীকে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।এর মধ্যে ডাক বিভাগ, ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি (এনএসডিএল)-র মতোসরকারি সংস্থা যেমন রয়েছে, তেমনই আছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ, আদিত্যবিড়লা নুভোর মতো প্রথম সারির কর্পোরেট সংস্থা। ভোডাফোন এম-পেসা, এয়ারটেলএম কমার্স-এর মতো টেলিকম শিল্পের প্রতিনিধি যেমন তালিকায় ঠাঁই পেয়েছে, তেমনই সবুজ সঙ্কেত পেয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থা টেক মহীন্দ্রা। অনুমোদন পেয়েছেন সান ফার্মার প্রতিষ্ঠাতা-এমডি দিলীপ শান্তিলাল সাংভি এবং পেটিএমের প্রতিষ্ঠাতা-সিইও বিজয় শেখর শর্মাও।

গত বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে ব্যাঙ্ক জানিয়েছে, ১১টি পেমেন্টসব্যাঙ্ক খোলার জন্য এই নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে ১৮ মাসের জন্য। এর মধ্যেযাবতীয় শর্ত পূরণ করতে পারলে, তবেই পরিষেবা চালুর চূড়ান্ত লাইসেন্স পাবে প্রতিষ্ঠাগুলো। এই ব্যাঙ্কগুলি সাফল্যের মুখ দেখলে, আরও পেমেন্টস ব্যাঙ্ক খোলার ছাড়পত্রদেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছে তারা। উল্লেখ্য, পেমেন্টস ব্যাঙ্ক খুলতেরিজার্ভ ব্যাঙ্কের কাছে আবেদন জমা পড়েছিল মোট ৪১টি।

৮. চীনে বন্যা ও খরা মোকাবিলায় ৮৬০ মিলিয়ন ইউয়ান বরাদ্দ দিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। গত বুধবার মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বরাদ্দকৃত অর্থের মধ্যে ৬১৫ মিলিয়ন ইউয়ান ব্যয় হবে টাইফুন, ঝড়বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে। আর বাকি অর্থ ব্যয় হবে দেশের খরাকবলিত অঞ্চলে।

৯. নামিবিয়া থেকে গুরুর মাংস আমদানি করতে যাচ্ছে চীন। সম্প্রতি দু'দেশ এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করে। নামিবিয়া হচ্ছে প্র্রথম আফ্রিকান দেশ যে চীনে মাংস রপ্তানির সুযোগ পেতে যাচ্ছে। দেশটি ফিবছর দক্ষিণ আফ্রিকায় ১৭ হাজার মেট্রিক টন এবং ইউরোপীয় ইউনিয়নে ১০ হাজার মেট্রিক টন মাংস রপ্তানি করছে।(আলিম)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040