Web bengali.cri.cn   
আর্থনীতিক সংবাদ – ২০১৫/৭/১৩
  2015-07-13 17:50:52  cri

১.২০০১ সালের তুলনায় ২০১১ সালে বাংলাদেশের মোট আয়ে মধ্যবিত্ত শ্রেণির অংশ কমে গেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চসেন্টারের গবেষণায় সম্প্রতি এ তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়েছে,২০০১ সালে মোট আয়েমধ্যবিত্তদের অংশ ছিল ১৭.৫ শতাংশ। অন্যদিকে, ২০১১ সালে সেটি কমে দাঁড়ায় ১.৪ শতাংশে।

পিউ'র প্রতিবেদন অনুযায়ী, ২০০১ সালে বাংলাদেশে গরীব মানুষছিল জনসংখ্যার ৫৫.২ শতাংশ, যা ২০১১ সালে কমে হয় ৩৯.১ শতাংশ; নিম্নআয়ের মানুষ ছিল ৪৩.৭ শতাংশ, যা১০ বছরে বেড়ে দাঁড়ায় ৫৯.৩ শতাংশে; আর মধ্যম আয়ের মানুষ ছিল ১ শতাংশ, যা ২০১১ সালে এসে দাঁড়ায় ১.৪ শতাংশে।

পিউ রিসার্চের হিসেব অনুসারে, শুধু বাংলাদেশনয়, বিশ্বজুড়েই ভাল নেই মধ্যবিত্তশ্রেণি। উন্নয়নশীল বিশ্বের একটি বড়অংশ মধ্যবিত্ত শ্রেণিতে উন্নীত হলেও, বৈশ্বিক মন্দার কারণে তারা এখনচাপে আছে এবং তাদের একটি বড় অংশই আগের চেয়েদরিদ্র হয়েছে।

পিউ'র হিসেব অনুসারে, ২০০১ থেকে ২০১১ সালের মধ্যে বিশ্বে মধ্যবিত্ত শ্রেণির মানুষ সবচে' বেশি বেড়েছে চীনে। এ সময়কালে দেশটিতে এ শ্রেণির লোকসংখ্যা ৩ কোটি থেকে বেড়ে সাড়ে ২৩ কোটিতে উন্নীত হয়।

উক্ত সময়কালে দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা ও ভুটানে মধ্যবিত্ত শ্রেণির লোকসংখ্যা সবচে' বেশি বেড়েছে। ভুটানে এ সময়ে মধ্যবিত্ত শ্রেণি ৫ শতাংশ থেকে বেড়ে ২৩ শতাংশ, আরশ্রীলঙ্কায় ৭ শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশ হয়েছে।

২.সম্প্রতি বাংলাদেশের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান 'উন্নয়ন অন্বেষণ'-এর অর্থনৈতিক পর্যালোচনায় বলা হয়েছে,চলতি অর্থবছরের বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির তুলনায় হ্রাস পেয়েছে, যা সামাজিক উন্নয়নের সূচকগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলে দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনকে বাধাগ্রস্ত করতে পারে।

স্বাস্থ্যও শিক্ষা খাতের বৈশিষ্ট্যগুলোকে বিবেচনায় নিয়ে প্রতিবেদনে তিনটি প্রধান চ্যালেঞ্জকে চিহ্নিত করা হয়েছে, যা সামাজিক খাতের উন্নয়ন তথা টেকসই মানবসম্পদ উন্নয়নের ধারাকে ব্যাহত করতে পারে। চ্যালেঞ্জগুলো হচ্ছে: অঞ্চল ও লিঙ্গভিত্তিক কাঠামোগত আর্থসামাজিক অসমতা, সর্বজনীন সেবা প্রদানে সক্ষমতার অভাব এবং সেবা গ্রহণের ক্ষেত্রে সামাজিক ও আর্থনীতিক অসমতা।

৩.দেশে রাজনৈতিক অস্থিরতায় অর্থনীতির ক্ষয়-ক্ষতির চেয়ে দুর্নীতির কারণে বেশি ক্ষতি হচ্ছেবলে মনে করেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাংলাদেশে অবস্থিত বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলো নিয়ে গঠিত স্থানীয় পরামর্শক গ্রুপের (এলসিজি) সঙ্গে এক বৈঠকে তার এ ভাবনার কথা জানান অর্থমন্ত্রী।

সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া নিয়ে ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এ বৈঠকে তিনি বলেন, দুর্নীতির কারণে দেশের মোট দেশজ উত্পাদনের (জিডিপি) দুই থেকে তিন শতাংশ ক্ষতি হচ্ছে। এক্ষতি মোকাবিলায় নেওয়া পদক্ষেপ পর্যাপ্ত নয়।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহার দুর্নীতিকমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশ নিম্ন-মধ্য আয়ের দেশে উন্নীত হলেও অসমতা এখনও রয়ে গেছে বলেও উল্লেখ করে অর্থমন্ত্রী।

৪.নতুন অর্থবছরে বাংলাদেশের সবচে' বড় স্থলবন্দর বেনাপোলে ৩১৪৩ কোটি ৩২ লাখ টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যা গত অর্থবছর আদায়-করা-রাজস্বের চেয়ে ২০ শতাংশ বেশি।

বেনাপোল শুল্ক ভবনের সহকারী কমিশনার রেজাউল ইসলাম স্থানীয় গণমাধ্যমকে জানান, এবারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়ে একটি চিঠি মঙ্গলবার তাদের হাতে পৌঁছায়।

উল্লেখ্য, গত ২০১৪-১৫ অর্থবছরে এ স্থলবন্দর থেকে ২৬২০ কোটি ৮৮ লাখ টাকার রাজস্ব আদায় করতে পেরেছে এনবিআর। এক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছিল ২৫১৪ কোটি ৮৮ লাখ টাকা।

৫.বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগের ব্যাপারে বিশ্বব্যাংকের কাছে প্রমাণ চেয়েছে কানাডার একটি আদালত।অন্টারিওর সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের আদালত পদ্মাসেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের ব্যাপারে বিশ্বব্যাংকের নিজস্ব তদন্তের নথিপত্র আদালতে উপস্থাপনের নির্দেশ দিয়েছে।

এদিকে, আদালতের নির্দেশ ঠেকাতে বিশ্বব্যাংক কানাডার সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছে। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বিশ্ব ব্যাংকের আবেদন গ্রহণ করলেও, শুনানির দিনক্ষণ ধার্য করেনি।

উল্লেখ্য, অন্টারিওরসুপিরয়র কোর্ট অব জাস্টিসের বিচারক আয়ান নেইমারের আদালতে বাংলাদেশের পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগের মামলা চলছে। পদ্মাসেতু নিয়ে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ ওঠার পর বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের কাছে অভিযোগের ব্যাপারে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছিল। কিন্তু বিশ্বব্যাংক বাংলাদেশের সেই দাবি অগ্রাহ্য করে।

৬.উন্নয়নশীল দেশগুলোর কর-ব্যবস্থার উন্নয়নে সহায়তা দিতে শিগগিরি একটি নতুন উদ্যোগ নেবে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইএমএফ।

বিবৃতিতে বলা হয়েছে, অনেক নিম্ন আয়ের দেশে আয়কর আদায়ের হার জিডিপি'র অন্তত ২থেকে ৪ শতাংশে উন্নীত করার সম্ভাবনা রয়েছে। বাড়তি এ রাজস্ব আয় উন্নয়নশীলদেশগুলোর আর্থিক ঘাটতি পূরণ এবং উন্নয়ন ত্বরান্বিত করবে।

৭. এদিকে, বিশ্বের বহুজাতিক উন্নয়ন ব্যাংকগুলো এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৪০,০০০ কোটি ডলার উন্নয়নখাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এ অর্থ আগামী তিন বছরে বিশ্বের টেকসই উন্নয়নে কাজে লাগানো হবেগত শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে আইএমএফ।

৮.সরবরাহ বেশি থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটি জানায়, গত কয়েক মাসে তেলের দাম স্থিতিশীল থাকলেও, আগামীতে তা আবারও কমতেপারে। ২০১৬ সাল পর্যন্ত তেলের বাজার মন্দা থাকার আভাসও দিয়েছে সংস্থাটি।

আইইএ বলছে, বর্তমানে যে-পরিমাণ তেল উত্পাদিত হচ্ছে তা বাজারের চাহিদার তুলনায় অনেক বেশি। গত বছর জুনে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম ছিল ব্যারেল প্রতি ১১৫ মার্কিন ডলার। এর পরই দাম কমতে শুরু করে। কমতে কমতে এ বছর জানুয়ারিতে তা ৪৫ ডলারে দাঁড়ায়। বর্তমানে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল ৫৯ ডলারে বিক্রি হচ্ছে।

৯.ভারতের বাজার ধরতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে চীনা মোবাইল নির্মাতা কোম্পানি সিয়াওমি। ভারতে সংস্থাটির মুখ্য কর্মকতা মনু কুমার জৈন সম্প্রতি গণমাধ্যমকে জানান, আগামী দিনে ভারতে নিজেদের ই-কমার্স (নেটে কেনাকাটা) ব্যবসা ছড়াতে উদ্যোগী হয়েছেন তাঁরা। এজন্য বিভিন্ন স্টার্ট-আপ সংস্থার সঙ্গে কথাবার্তাও চলছে। তবে এক্ষেত্রে কোম্পানিটি কী পরিমাণ অর্থ বিনিয়োগ করবে, তা জানাননি মনু কুমার জৈন।

উল্লেখ্য, বর্তমানে ভারতে অ্যামাজন, স্ন্যাপডিল, ফ্লিপকার্টের মতো ই-কমার্স সংস্থার সাইটে নিজেদের ফোন বিক্রি করে সিয়াওমি। এ ছাড়া আছে তাদের নিজস্ব সাইটও।ই-কমার্স ছাড়া, ভারতে কারখানা তৈরি এবং বেঙ্গালুরুতে নিজস্ব গবেষণা ও উন্নয়ন কেন্দ্র গড়ার পরিকল্পনাও রয়েছে কোম্পানিটির। (আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040