Web bengali.cri.cn   
আর্থনীতিক সংবাদ ---২০১৫/৭/২৭
  2015-07-27 18:57:27  cri

১.চলতি বছরের দ্বিতীয়ার্ধে চীনের রপ্তানি আয় প্রথমার্ধের তুলনায় বাড়বে। বৈশ্বিক অর্থনীতিতে তেজিভাব দেখা দেওয়ায় এমনটি হবে। গত মঙ্গলবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শেন তান ইয়াং পেইচিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান।

চলতি বছরের প্রথমার্ধে চীনের আমদানি-রপ্তানির মোট পরিমাণ ছিল ১১.৫ ট্রিলিয়ন ইউয়ান, যা গতবছরের একই সময়ের চেয়ে ৬.৯ শতাংশ কম। অবশ্য, প্রথমার্ধে রপ্তানি খাতে চীন ০.৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে।

২. নেপালের ২৫ জুলাইয়ের ভয়াবহ ভূমিকম্পের কারণে চলতি বছরের প্রথম ছয় মাসে চীনের তিব্বতে আমদানি-রফতানির মোট পরিমাণ ছিল মাত্র ৩৩৪ কোটি ৪০ লাখ ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৫.০৯ শতাংশ কম। সম্প্রতি লাসা শুল্ক বিভাগ এ তথ্য জানায়।

নেপালের ভূমিকম্প আঘাত হানার পর তিব্বতের সাথে দেশটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া, ভূমিকম্পে নেপালের বিভিন্ন বন্দর গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন কারণে নেপালের ভূমিকম্পদুর্গত এলাকায় পুনর্গঠনকাজও চলে ধীর গতিতে। এ সবকিছুর নেতিবাচক প্রভাব পড়ে তিব্বতের আন্তর্জাতিক বাণিজ্যের ওপর।

৩. গত ১৫ বছরে শিক্ষাখাতে চীনের তিব্বতের বার্ষিক বরাদ্দের পরিমাণ ২০০০ সালের ৭২ কোটি ৩০ লাখ ইউয়ান রেনমিনপি থেকে বেড়ে ২০১৪ সালে ১৩৫০ কোটি ইউয়ানে দাঁড়ায়। এ সময়কালে শিক্ষাখাতে অঞ্চলটিতে বরাদ্দকৃত মোট অর্থের পরিমাণ ছিল ৭৫৩০ কোটি ইউয়ান। তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের শিক্ষা দপ্তর সম্প্রতি এ তথ্য জানায়।

দপ্তর আরও জানায়, কৃষক ও পশুপালক অধ্যুষিত অঞ্চলগুলোতে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে ২০১২ সালে তিব্বতে চারটি প্রকল্প চালু করা হয়। সেই থেকেই তিব্বতের তৃণমূল পর্যায়ে মাধ্যমিক ও প্রাথমিক স্কুল, কুয়া, গোসলখানা ও সবজি মজুত করার জন্য ভুগর্ভস্থ ভাণ্ডার আছে। তা ছাড়া, তিব্বতের গ্রামাঞ্চলে বাধ্যতামূলক শিক্ষা পর্যায়ে শিক্ষার্থীদের পুষ্টির জন্য অন্য একটি প্রকল্পও চালু করা হয়েছে।

৪. চীনের বাণিজ্য মন্ত্রণালয় গত শুক্রবার জানিয়েছে, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও জাপান থেকে আমদানি করা মিথাইল মেথাক্রাইলেট (এমএমএ)-এর ওপর সাময়িকভাবে অ্যান্টি-ডাম্পিং কর আরোপ করবে। আগামী পয়লা অগাস্ট থেকে এ ব্যবস্থা কার্যকর হবে।

মন্ত্রণালয় জানায়, এসব দেশের বিভিন্ন কোম্পানি চীনের বাজারে এ রাসায়নিক ডাম্প করছে এবং এতে দেশীয় শিল্প-প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

২০১৪ সালের অগাস্টে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ তিনটি দেশ থেকে আমদানিকৃত এমএমএ-র বিরুদ্ধে অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরু করে।

৫. সাম্প্রতিক সময়ে চীনের অর্থনীতিতে তুলনামূলকভাবে ধীর গতিতে প্রবৃদ্ধি অর্জিত হলেও, দেশটির চাকুরির বাজার স্থিতিশীল রয়েছে। গত শুক্রবার চীনের মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় প্রকাশিত এ সংক্রান্ত সর্বশেষ উপাত্ত অনুসারে, জুনের শেষ দিকে দেশের শহরাঞ্চলে বেকারত্বের হার ছিল ৪.০৪ শতাংশ, যা মার্চে ছিল ৪.০৫ শতাংশ।

উপাত্ত অনুসারে, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের শহরাঞ্চলে ৭০ লাখ ১৮ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। চীনা সরকার চলতি বছর অন্তত এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির এবং বেকারত্বের হার ৪.৫ শতাংশের নীচে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

৬.আগামী ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতিতে উৎপাদনশীল খাতকে উত্সাহিত করার উদ্যোগ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

গত বৃহস্পতিবার 'আসন্ন মুদ্রানীতি কেমন হওয়া উচিত' শীর্ষক এক পরামর্শ সভায় তিনি সাংবাদিকদের একথা জানান।আগামী সপ্তাহেরশেষ দিকে জুলাই-ডিসেম্বর সময়ের মুদ্রানীতি ঘোষণার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকের গভর্নর বলেন, পরিবেশবান্ধব শিল্পায়ন ও নতুন শিল্প কারখানা স্থাপনকে উত্সাহিত করতে বাংলাদেশ ব্যাংক দুটো বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে। তিনি জানান, বিশ্বব্যাংক থেকে ৩০ কোটি ডলার ঋণ নেওয়া হচ্ছে, যা নতুন কারখানা স্থাপন ও পুরানো কারখানা সংস্কার (বিএমআরই) করার জন্য দীর্ঘ ও মধ্য মেয়াদে ঋণ হিসেবে দেওয়া হবে। এছাড়া, বাংলাদেশ ব্যাংক নিজস্ব বৈদেশিক মুদ্রার মজুদ থেকে ২০ কোটি ডলারের একটি তহবিল চালু করবে বলেও জানান তিনি।

৭.বাংলাদেশের ৭৮টি চিংড়ি প্রক্রিয়াকরণ কারখানার মধ্যে ৫০টি বন্ধ হয়ে গেছে। বর্তমানে মাত্র ২৮টি চিংড়ি (সাদামাছসহ) কোম্পানি চালু রয়েছে। এর মধ্যে খুলনা অঞ্চলের ৫৮টির মধ্যে ২৪টি এবং চট্টগ্রাম অঞ্চলের ২০টির মধ্যে মাত্র ৪টি কোম্পানি চালু রয়েছে। বিদেশি বাজার ধরে রাখতে না-পারলে শিল্পটি আরও নাজুক অবস্থায় পড়তে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।

রফতানি উন্নয়ন ব্যুরোর সূত্র মতে, দেশের হিমায়িত চিংড়ি রফতানির সিংহভাগ খুলনা থেকে বিদেশে রফতানি করা হয়। ২০০১ সাল থেকে সাদা মাছসহ চিংড়ি রফতানি বাড়লে ও হঠাত্ করে ২০০৮-০৯ অর্থবছর থেকে তা হ্রাস পেতে থাকে। তবে ডলারের মূল্যবৃদ্ধিসহ বিশ্ব অর্থনৈতিক মন্দা কিছুটা কাটিয়ে ওঠায় ২০১০-১১ অর্থবছরে আবার ঘুরে দাঁড়ায় দেশের চিংড়ি শিল্প। কিন্তু স্বার্থান্বেষী মহলের কারণে শিল্পটি হুমকির মুখে পড়েছে। আর এ জন্য দায়ী করা হচ্ছে ঘৃণ্য 'পুশ' প্রথাকে।

উল্লেখ্য, নগরীর পশ্চিম রূপসার নতুন বাজার এবং পূর্ব রূপসা এলাকার কিছু সংখ্যক অসাধু মাছ ব্যবসায়ী চিংড়ির শরীরে পানি ও জেলি পুশ করে ওজন বাড়িয়ে তা স্থানীয় মাছ কোম্পানিগুলোর কাছে বিক্রি করে। পানি ও জেলি পুশ করা এই চিংড়ি বিশ্ব বাজারে রফতানি করা হলে আমদানিকার করা তা গ্রহণ করতে অস্বীকার করে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন চিংড়ি রফতানিকার করা।

৮. আগামী বছর পাকিস্তানের সিমেন্ট রফতানি উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিমেন্ট উত্পাদক ডেইলি ডনকে জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের পর থেকে পাকিস্তানের সিমেন্ট রফতানি ১০ থেকে ১৫ শতাংশ কমে যেতে পারে।

তিনি জানান, ইরানের সিমেন্ট বাজারে আসায় এ অবস্থার সৃষ্টি হবে। অবশ্য ইরানের সিমেন্টের তুলনায় পাকিস্তানের সিমেন্টের মান ভাল হওয়ায় ইউএই, ভারত, কাতার ও শ্রীলংকায় পাক সিমেন্টের কদর আগের মতোই থাকবে বলে তিনি মনে করেন।

৯.মূলধন সংগ্রহের জন্য এ বার বাজার থেকে টাকা তুলতে পারবে ভারতের রাষ্ট্রায়ত্তব্যাঙ্কগুলি। গত শুক্রবার লোকসভায় এ কথা জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় অর্থ-প্রতিমন্ত্রী জয়ন্ত সিংহ। আগামী চার বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ২.৩৯লক্ষ কোটি টাকার বেশি মূলধন প্রয়োজন হবে। সে কারণেই শেয়ার ছেড়ে বালগ্নিকারী সংস্থার কাছে শেয়ার বিক্রি করে কেন্দ্রের অংশীদারি ধাপে ধাপে ৫২শতাংশে নামিয়ে আনার অনুমতি দেওয়া হয়েছে বলে প্রতিমন্ত্রী দাবি করেন।

১০.আমদানি শুল্ক পুরোপুরি তুলে দিতে ২০১টি তথ্যপ্রযুক্তি পণ্যের তালিকা চূড়ান্ত করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিওটিও)। তালিকায় কম্পিউটার থেকে টাচ স্ক্রিন, ভিডিও গেমের যন্ত্রাংশ থেকে এমআরআই মেশিন পর্যন্ত প্রায় সবধরনের তথ্যপ্রযুক্তি পণ্য অন্তর্ভুক্ত আছে। গতশুক্রবার জেনিভায় এ ব্যাপারে একমত হয় তথ্যপ্রযুক্তি পণ্য রফতানিকারক দেশগুলো।

সংস্থার সকল সদস্যরাষ্ট্রের অনুমোদন সাপেক্ষে, আগামী ৩ বছরের মধ্যে এসব পণ্যের ওপর থেকে আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়া হবে। শেষ পর্যন্ত সকল সদস্যরাষ্ট্র একমত হলে, এটাই হবে গত ১৮ বছরে বিশ্ব জুড়ে মুক্ত বাণিজ্য ও আমদানি শুল্কছাড়ের প্রথম চুক্তি।

(আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040