বন্ধুরা, এবার শুনুন চীনের বিখ্যাত বেহালা বাদক লিউ সি চিংয়ের বাজানো 'লিয়াং চু' নামের অনিন্দ সুন্দর একটি সুর। লিউ সি চিং চার বছর বয়সে বেহালা বাজাতে শেখেন। ১৯৮৮ সাল থেকে 'লিয়াং চু' সুর বাজতে শুরু করেন তিনি। ২৭ বছর হয়েছে এ সুর বাজাচ্ছেন তিনি। এটা তার সবচেয়ে বেশিবার বাজানো সুর।
তিনি বলেন, 'যদিও আমি নানা সংগীতানুষ্ঠানে কয়েক শ'বার এ সুর বাজিয়েছি। তবে প্রতিবার বাজানোর সময় আমার অনুভূতি ভিন্ন। কারণ প্রতিবার বাজানোর সময় কিছু আকস্মিক অনুপ্রেরণা পাই। আমি মনে করি, সংগীত হচ্ছে মানবজাতির নিজেদের দেওয়া সবচেয়ে উত্তম উপহার। 'লিয়াং চু' হচ্ছে চীনের জাতীয় সংগীতের মধ্যে সেরা একটি কাজ। এরপর সুদীর্ঘ সময়ের মধ্যে এমন সর্বোত্কৃষ্ট সংগীতের আবির্ভাব হওয়া কষ্টকর হবে'।
'লিয়াং চু' নামের এই সুরের সময়সীমা প্রায় ২৬ মিনিট। প্রথম পাঁচ মিনিট লিয়াং শান পো এবং চু ইং থাইয়ের প্রেম ও আনন্দময় স্কুল জীবনের কাহিনী বর্ণনা করা হয়েছে। তারপর স্কুল ত্যাগ করে বিদায়ের দৃশ্যের কথা বলা হয়েছে। ১১ মিনিট থেকে সুরের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে। এ পর্যায়ে চু ইং থাই বাসায় ফিরে গিয়ে বাবা-মার ঠিক করা বিয়ে প্রতিরোধ করতে পারেনি। তারপর লিয়াং শান পোর কবরস্থানে কাঁন্নার দৃশ্য বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ের সময়ও প্রায় ১১ মিনিট। সুরের শেষ অংশ হচ্ছে এই প্রেমিক-প্রেমিকার প্রজাপতিতে পরিণত হওয়ার গল্প।
বন্ধুরা, সুরকার হো চান হাও এবং চেন কাং 'লিয়াং-চু' সুরটি সৃষ্টি করার পর প্রায় ৫৬ বছর কেটে গেছে। এ সুর সৃষ্টির সাথে জড়িত লোকগুলো বয়স্ক হয়েছেন। কিন্তু এ সুর এখনো প্রাণবন্ত, নবীন ও জনপ্রিয়।
লিয়াং শান পো ও চু ইং থাইয়ের কাহিনী নিয়ে চীনে চলচ্চিত্র ও টেলিভিশন নাটকও তৈরি হয়েছে। এ সুরের ভিত্তিতে গানও আছে। অনুষ্ঠানের শেষে শুনুন কণ্ঠশিল্পী ফাং লি ইউয়ানের গাওয়া 'লিয়াং চু' নামে একটি গান। এ গানে 'প্রজাপতি প্রেমিক' কাহিনীটি কবিতার মতো করে বলা হয়েছে।
প্রিয় শ্রোতাবন্ধুরা, এ পর্বের 'সুরের ধারায়' চীনের বিখ্যাত বেহালার সুর 'লিয়াং চু' অর্থাত 'প্রজাপতি প্রেমিক' নামের সুরের সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো আপনাদের। আমার সঙ্গে এ শ্রুতিমধুর ও মনস্পর্শি সুর শোনার জন্য ধন্যবাদ। ভালো থাকুন। আবার কথা হবে। (ইয়ু/মান্না)
| ||||