Web bengali.cri.cn   
সুরের ধারায়: হোয়াং হো নদী কোরাস
  2015-08-10 18:06:44  cri


"হোয়াং হো নদী কোরাস" চীনের প্রধান নদী হোয়াং হোভিত্তিক একটি বিখ্যাত কোরাস।এতে চীনা জাতির সুদীর্ঘ ইতিহাসের সপ্রশংস বর্ণনা আছে। সুরের তালে তালে এতে চীনা জনগণের দেশরক্ষা যুদ্ধ এবং জাপানি হানাদারদের বিরুদ্ধে তাদের বীরত্বের কথা তুলে ধরা হয়েছে। এ কোরাসের আটটি অংশ ।

এখন আপনারা প্রথম অংশ 'হোয়াং হো নদীর মাঝিদের গান' শুনছেন। এ সংগীতে কালো মেঘ ভরা আকাশ, বড় ঢেউ, মাঝির সাথে ঝড়বৃষ্টির সংগ্রামের কথা বলা হয়েছে। এর মাধ্যমে বলতে চাওয়া হয়েছে চীনা জনগণের সাথে জাপানি সাম্রাজ্যবাদের তীব্র সংঘাতের কথা।

গানে বলা হয়েছে, "বন্ধু, তুমি হোয়াং হো নদীতে কখনও গিয়েছ? তুমি হোয়াং হো নদী অতিক্রম করেছ? তুমি নদীতে ঢেউয়ের সঙ্গে মাঝিদের প্রাণান্তসংগ্রামের দৃশ্য মনে করতে পার? যদি তুমি তা ভুলে গিয়ে থাক, তবে শোনো।"

"হুয়াং হো নদী কোরাস"-এর লেখক কুয়াং ওয়েই রেন ছিলেন চীনের আধুনিক কবি, লেখক ও সাহিত্যসমালোচক। গত শতাব্দীর ত্রিশের দশক থেকে নাটক ও সাহিত্য রচনা শুরু করেন তিনি। তিনি কয়েকটি প্রভাবশালী একাঙ্ক নাটক রচনা করেছেন। ১৯৩৯ সালে তিনি ইয়ান আনে গিয়ে 'হোয়াং হো নদীর কোরাস' লেখেন। এ কবিতায় জাপানি আগ্রাসনবিরোধী যুদ্ধে চীনা জনগণের বীরত্ব ফুটিয়ে তোলা হয়েছে। সুরকার শিয়ান সিং হাই কবিতাটিতে সুর দেওয়ার পর তা ব্যাপক জনপ্রিয়তা পায়।

বন্ধুরা, এবার শুনুন 'হোয়াং হো নদী কোরাস' এর দ্বিতীয় অংশ 'হোয়াং হো নদীর প্রশংসা-গান'। গানটিতে বলা হয়েছে, "বন্ধু, হোয়াং হো নদী তার বীরভাব নিয়ে এশিয়ার মাটিতে বয়ে চলেছে। হোয়াং হো নদী আমাদের জাতীয়চেতনা। এটি মহিমান্বিত নদী। এখানে আমরা হোয়াং হো নদীর প্রশংসা-গান গাই। আমি উচ্চ পর্বতের শীর্ষে দাঁড়িয়ে হোয়াং হো নদী দেখি। হোয়াং হো, তুমি চীনা জাতির দোলনা। পাঁচ হাজার বছরের প্রাচীন রাষ্ট্রের সংস্কৃতির উত্স তুমি। কত বীরের কাহিনী তোমার সামনেরচিত হয়েছে। হোয়াং হো, তুমি এক দৈত্যের মত এশিয়ার সমতলভূমিতে আবির্ভুত হয়েছ। তোমার বীরদেহ নিয়ে চীনা জাতি নিজেকে রক্ষার এক বিরাট দেয়াল তুলেছে।

'হোয়াং হো নদী কোরাস' হচ্ছে সুরকার সিয়ান সিং হাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী এক সিম্‌ফনি। সিয়ান সিং হাই চীনের আধুনিককালের বিখ্যাত সুরকার ও পিয়ানোবাদক। তাকে 'গণ সুরকার' বলে ডাকা হয়। ১৯৩৮ সালের শীতকালে তিনি বিদেশের ভালসুযোগ-সুবিধা ত্যাগ করে ইয়ানআনে গিয়ে লু শুন শিল্প একাডেমির সংগীত বিভাগের পরিচালক হন। ইয়ান আনে থাকাকালীন দেড় বছরে তিনি 'বাহিনী ও গণ মার্চ', 'উত্পাদন আন্দোলন কোরাস', 'হোয়াং হো নদী কোরাস', '১৮ সেপ্টেম্বর কোরাস' সহ অনেক সংগীত সৃষ্টি করেন।

বন্ধুরা, এবার শুনুন 'হোয়াং হো নদীর পানি আকাশ থেকে আসে' নামক গান। এ অংশে গানের সাথে কবিতাআবৃত্তিও আছে। কবিতায় জাতির দুর্যোগ বর্ণনা এবং জাতির বীরদের প্রশংসা করা হয়েছে। কবিতায় বলা হয়েছে, "হোয়াং হো, আমরা তোমার দৃষ্টান্ত থেকে শিখব। তোমার মতো শক্তিশালি হব। এখানে তোমার সামনে আমরা এক লম্বা কবিতা আবৃত্তি করব। তোমার কাছে আমাদের জাতীয় দুর্যোগের কথা বলব।"

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040