Web bengali.cri.cn   
এখন তিব্বতের স্বর্ণ যুগ: পদ্মা ছোলিং
  2015-03-10 11:41:27  cri

পদ্মা ছোলিং

মার্চ ১০ : তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পার্টি কমিটির সহ-সম্পাদক এবং গণকংগ্রেসের স্থায়ী কমিটির মহাপরিচালক পদ্মা ছোলিং গতকাল (সোমবার) বলেছেন, এখন তিব্বতের অর্থনৈতিক অবস্থা ও জনগণের নিরাপত্তাবোধ ইতিহাসে সবচেয়ে ভালো সময়ে রয়েছে। তিনি চতুর্দশ দালাইয়ের পুনর্জন্মসহ নানা বিষয়ে ইতিহাসকে সম্মান করা এবং তিব্বতী বৌদ্ধ ধর্ম কলঙ্কিত না করার তাগিদ দেন।

পদ্মা ছোলিং দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনে তিব্বতী প্রতিনিধি দলের উন্মুক্ত দিবসে তথ্য মাধ্যমের প্রশ্নের উত্তর দেয়ার সময় এসব কথা বলেছেন।

পদ্মা ছোলিং বলেন, 'তিব্বতে ৩০ লাখেরও বেশি বিভিন্ন জাতির লোক বসবাস করছেন। বর্তমানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে কীভাবে তিব্বতের জনসাধারণের উত্পাদন ও জীবনের মান আরো উন্নত করা এবং দেশের সাথে সার্বিক সচ্ছল সমাজে প্রবেশ করা যায় তার চেষ্টা করা।'

জানা গেছে, গত বছর তিব্বতের মোট উত্পাদন মূল্য ছিল ৯২.০৮৩ বিলিয়ন ইউয়ান। এর আগের বছরের চেয়ে তা ১০.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। টানা ২২ বছর ধরে ডাবল ডিজিট প্রবৃদ্ধি বজায় রেখেছে তিব্বত। তিব্বতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার চীনে দ্বিতীয় স্থানে রয়েছে। তা চীনের ৭.৪ শতাংশ প্রবৃদ্ধির হারের চেয়ে বেশি। তাছাড়া ২০১৫ সালে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের স্থানীয় অর্থনীতির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ১২ শতাংশ।

জীবিত বুদ্ধের পুনর্জন্ম ব্যবস্থা হচ্ছে তিব্বতী বৌদ্ধ ধর্মের ধর্মীয় সম্প্রদায় ও জীবিত বুদ্ধের উত্তরাধিকার নির্বাচন করার বিশেষ প্রথা। দীর্ঘকাল ধরে তিব্বতী বৌদ্ধ ধর্মের জীবিত বুদ্ধের পুনর্জন্ম ব্যবস্থা সরকারের সম্মান পেয়ে আসছে।

এ প্রসঙ্গে পদ্মা ছোলিং বলেন, 'পুনর্জন্ম সমস্যার বিষয় হচ্ছে এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের ক্ষমতার সম্মান করা। দালাই জানিয়েছেন, পুনর্জন্ম প্রথা প্রয়োজন না হলে এ প্রথা বন্ধ করা হোক। কিন্তু এটা অসম্ভব। তিব্বতী বৌদ্ধ ধর্মাবলম্বীরা এতে রাজি হবে না। ইতিহাসকে সম্মান করতে হবে। তিব্বতী বৌদ্ধ ধর্মকে সম্মান করতে হবে। তিব্বতী বৌদ্ধ ধর্মকে অবমাননা করা যাবে না।' (ইয়ু/মান্না)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040