ফেব্রুয়ারি ১৫: তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের উচ্চ গণ আদালত সূত্রে জানা গেছে, জনসাধারণের মামলা করার সুবিধার্থে তিব্বত জোরালোভাবে গাড়ি করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার করার পদ্ধতি সম্প্রচার করে। ২০১৪ সালে ভ্রাম্যমাণ আদালত ৭ লাখ ৬০ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে মোট ৪২৬৩টি মামলা বিচার করেছে।
তিব্বতের গাড়িতে করে ভ্রাম্যমাণ আদালতের বিচার করার বৈশিষ্ট্য হচ্ছে গণ আদালতকে কেন্দ্র করে ভ্রাম্যমাণ আদালত ও তৃণমূল আদালত মিলিয়ে একটি আইন বিচার সেবা নেট গড়ে তোলা, যাতে জনসাধারণের ব্যয় সাশ্রয় হয়, কষ্ট কম হয় এবং স্বল্প পথ যেতে হয়।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের উচ্চ গণ আদালতের প্রধান সোদা বলেন, ২০১৪ সালে তারা মোট ২৪০৭৫টি মামলা গ্রহণ করেছেন এবং ৯৭.৩৩ শতাংশ মামলার বিচার করেছেন।
তিব্বতের আয়তন ১২ লাখ বর্গকিলোমিটার। এখানে ৭০'টিরও বেশি জেলার ৩০ লাখের মতো জনসংখ্যা বাস করেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তৃণমূলের দ্বন্দ্ব সময় মতো সমাধান হয়েছে এবং পশুপালন এলাকার জনগণের আইনগত ধারণা আরো উন্নত হয়েছে। (ইয়ু/টুটুল)
| ||||