তিব্বতে আর্থিক সংস্থার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২
ফেব্রুয়ারি ৬:তিব্বতের ব্যাংক তত্ত্বাবধান ব্যুরোর মহাপরিচালক লি মিং সিয়াও সম্প্রতি বলেন, 'চুং সিন' ব্যাংক তিব্বতের রাজধানী লাসায় মোতায়েনের অনুমোদন পেয়েছে। এ নিয়ে তিব্বতে আর্থিক সংস্থার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২টিতে। খবর সিন হুয়াং বার্তা সংস্থার।
সাম্প্রতিক পাঁচ বছরে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের চাহিদা পূরণের জন্য তিব্বত বিভিন্ন ব্যাংককে আকর্ষণের উদ্যোগ নিয়েছে। বর্তমান তিব্বতে রয়েছে রাষ্ট্রীয় উন্নয়ন ব্যাংক, কৃষি উন্নয়ন ব্যাংক, আইসিবিসি ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক অব চায়না এবং চায়না কনস্ট্রাকশন ব্যাংক।
এ ছাড়া, স্থানীয় আর্থিক সংস্থার মধ্যে আরো রয়েছে তিব্বতী ব্যাংক, জীবিকা ব্যাংক ও পোস্ট ব্যাংক। (ওয়াং হাইমান/টুটুল)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক